Narendra Modi: গুজরাটে ভোট প্রচারের আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে রবিবারের অনেকটা সময় কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে রবিবার সকাল ১০টা ১৫ নাগাদ গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদী।

Narendra Modi. (Photo Credits; ANI/Twitter)

আমেদাবাদ, ২০ নভেম্বর: গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections 2022) প্রচারে রবিবারের অনেকটা সময় কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র। তার আগে রবিবার সকাল ১০টা ১৫ নাগাদ গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদী। বলা হয় সোমনাথ থেকেই মোদীর রাজনৈতিক জীবনের উত্থান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সোমনাথ মন্দির চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। আগামী পয়লা ও ৫ ডিসেম্বর-দু দফায় গুজরাটে ১৮২টি বিধানসভা আসনে নির্বাচন। ফল প্রকাশ ৮ ডিসেম্বর। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নিজের গড় ধরে রাখার চ্যালেঞ্জ মোদীর কাছে।

নরেন্দ্র মোদী সকাল ১০টায় সোমনাথ মন্দিরে পৌঁছন। তারপর সকাল ১০.১৫ মিনিটে মন্দিরে প্রার্থনা সারেন। তারপর সকাল ১০.৪৫ মিনিটে তিনি মন্দির ত্যাগ করে সমাবেশস্থলে চলে যান। প্রধানমন্ত্রী মোদী সকাল ১১টায় ভেরাভালে, দুপুর ১২:৪৫ মিনিটে ধোরাজি, দুপুর আড়াইটায় আমরেলি এবং সন্ধ্যা ৬:১৫ মিনিটে বোটাদে জনসভায় ভাষণ দেবেন। আরও পড়ুন-বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি জগদীপ ধনখড় পৌঁছলেন কাতারে

দেখুন টুইট

ক মাস আগে সোমনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সোমনাথ সি ভিউ ওয়াক, সোমনাথ প্রদর্শনী কেন্দ্র এবং নতুন সংস্কার করা অহল্যাবাই হোলকার মন্দিরের কমপ্লেক্সের উদ্বোধন করেন মোদী। সোমনাথ মন্দিরের ঠিক সামনে একটি পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন মোদী।