Gujarat: জুতো খুলে আসতে বলায় ডাক্তারকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩
ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের (RG Kar Casr)পর বারেবারে সামনে উঠে এসেছে হাসপাতালে ডাক্তারদের(Doctors) নিরাপত্তার (Security)প্রসঙ্গ। রোগী (Patient)বা রোগীর পরিবারের লোকজনের হেনস্থার শিকার হতে হয় চিকিৎসকদের, এই অভিযোগ জানিয়ে নিরাপত্তা চেয়ে পথে নেমেছেন বাংলার জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। আর এই আন্দোলনকে ঘিরে যখন উত্তাল রাজ্যসহ গোটা দেশ তখন গুজরাটে ফের হেনস্থার শিকার এক ডাক্তার। মেদিনীপুরের ভগবানপুরের পর এবার গুজরাটে ভাবনগর। এমারজেন্সিতে জুতো খুলে আসতে বলায় তাঁর উপর চড়াও হয় রোগীর পরিজনেরা। প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে তা চরম আকার ধারণ করে। চিকিৎসককে হাসপাতালের মধ্যেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হন চিকিৎসক। ছাড় পাননি নার্সও। হেনস্তার পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালায় অভিযুক্তরা। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগরের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় যুক্ত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
On Camera, Doctor Thrashed For Asking Patient's Family To Remove Slippershttps://t.co/W4yy5g4JcX pic.twitter.com/v7dX6xv3cw