Gujarat CM Vijay Rupani: ‘হিন্দুদের জন্য একমাত্র দেশ ভারত, মুসলিমরা চলে যেতে পারে’, বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

মুসলিমদের ভারত ছাড়তে বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Gujarat Chief Minister Vijay Rupani)। সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তাঁর দাবি, মুসলিমরা বিশ্বের ১৫০টি ইসলামিক দেশের যে কোনওটিতে ইচ্ছে করলে চলে যেতে পারে। ভারত শুধুমাত্র হিন্দুদের দেশ। মঙ্গলবার সবরমতী আশ্রমের (Sabarmati Ashram) বাইরে সিএএ-র (CAA) সমর্থনে সভার আয়োজন করে গুজরাটের শাসক দল। সেখানেই এই বক্তব্য রাখেন বিজয় রূপানি। সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯ অনুযায়ী ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব অমুসলিম অভিবাসীরা ধর্ম বাঁচাতে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছেন তাঁদেরই নাগরিকত্ব দেওয়া হবে।

বিজয় রূপানি(Photo credit: IANS)

আমেদাবাদ, ২৫ ডিসেম্বর: মুসলিমদের ভারত ছাড়তে বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Gujarat Chief Minister Vijay Rupani)। সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তাঁর দাবি, মুসলিমরা বিশ্বের ১৫০টি ইসলামিক দেশের যে কোনওটিতে ইচ্ছে করলে চলে যেতে পারে। ভারত শুধুমাত্র হিন্দুদের দেশ। মঙ্গলবার সবরমতী আশ্রমের (Sabarmati Ashram) বাইরে সিএএ-র (CAA) সমর্থনে সভার আয়োজন করে গুজরাটের শাসক দল। সেখানেই এই বক্তব্য রাখেন বিজয় রূপানি। সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯ অনুযায়ী ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব অমুসলিম অভিবাসীরা ধর্ম বাঁচাতে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছেন তাঁদেরই নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরোধিতা করার জন্য কংগ্রেসের সমালোচনা করতেও ছাড়েননি গুজরাটের মুখ্যমন্ত্রী।

মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সদিচ্ছাকে সম্মান না করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বিজয় রূপানি। তিনি বলেন, “দেশভাগের সময় পাকিস্তানে ২২ শতাংশ হিন্দুর বসবাস ছিল। তবে সেখানে জোর করে ধর্মান্তকরণ, ধর্ষ ও নানারকম হেনস্তার কারণে হিন্দু সংখ্যা এসে ঠেকেছে ৩ শতাংশে। যেকারণে পাকিস্তানি হিন্দুরা ভারতে ফিরে আসতে চাইছেন। এই দুর্দশাগ্রস্ত হিন্দুদের সহযোগিতা করার দরকার ছিল কংগ্রেসের। তারা তা করেনি। আমরা যখন সেই কাজ করতে উদ্যোগী হয়েছি, তখন কিনা কংগ্রেস তার বিরোধিতা করছে। অন্যদিকে বাংলাদেশে কমতে কমতে মাত্র ২ শতাংশ হিন্দু এখন বসবাস করে। আফগানিস্তানে ২ লাখ হিন্দু ও শিখের বসবাস ছিল এক সময়। এখন তা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। এক দশক পরে সেখানে হিন্দু ও শিখের গড় সংখ্যা ৫০০। ১৫০টি দেশের যেকোনওটিতে মুসলিমরা যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য় সেখানে একটিই মাত্র দেশ রয়েছে, তাহল ভারত। তাহলে সমস্যাটা কোথায় যদি তাঁরা ফিরে আসেন?” আরও পড়ুন-Uddhav Thackeray To Muslim Delegation: এনআরসি-র নামে মহারাষ্ট্রে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, মুসলিমদের আশ্বস্ত করলেন উদ্ধব ঠাকরে

যখন গোটা দেশেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে তখন রাজ্যের ৩৩টি জেলায় সিএএ-র স্বপক্ষে সমাবেশের আয়োজন করে ফেলেছে গুজরাট সরকার। মঙ্গলবারই সরকারি তরফে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরএসএসের প্রচ্ছন্ন সহায়তায় এই সমাবেশের আয়োজন করেছে নাগরিক সমিতি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now