Gujarat: বাংলাদেশ থেকে আসত নির্দেশ, আল কায়দার সঙ্গে যোগ সন্দেহে রাজকোটে গ্রেফতার ৩

গুজরাট পুলিশ সূত্রে খবর, রাজকোট থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বাংলাদেশি হ্যান্ডলারের সঙ্গে যোগ ছিল। যে খবর পেতেই ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে ওই ৩ জনকে গ্রেফতার করে এটিএস। গ্রেফতারির পর থেকেই ওই ৩ জনের জেরা শুরু হয়েছে।

Representational Image (Photo Credit: File Photo)

রাজকোট, ২ অগাস্ট: রাজকোট থেকে গ্রেফতার করা হল ৩ জনকে। আল কায়দার সঙ্গে যোগ রয়েছে, এই সন্দেহেই  গুজরাট এটিএস এবার রাজকোট থেকে ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার গুজরাট এটিএসের তরফে এই তথ্য প্রকাশ করা হয়। রিপোর্টে প্রকাশ, রাজকোট থেকে যে ৩ জনকে গ্রেফতার করা হয়, তারা পশ্চিমবঙ্গ থেকে সেখানে গিয়েছিল গয়নার কাজে। গুজরাট পুলিশ সূত্রে খবর, রাজকোট থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বাংলাদেশি হ্যান্ডলারের সঙ্গে যোগ ছিল। যে খবর পেতেই ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে ওই ৩ জনকে গ্রেফতার করে এটিএস। গ্রেফতারির পর থেকেই ওই ৩ জনের জেরা শুরু হয়েছে।

যে ৩ জনক আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে গ্রেফতার করা হয়, তারা হল সুকরা আলি, শরিফ নওয়াজ এবং আমন মালিক। এদের মধ্যে শরিফ নওয়াজ গত ২ বছর ধরে রাজকোটেই তাকছিল বলে খবর মেলে।