Go First Crisis: যাত্রীরা ঠায় দাঁড়িয়ে দিল্লিতে, বিমান বাতিলের পরও জানাল না গো ফার্স্ট কর্তৃপক্ষ
বেশ কিছুদিন ধরেই গো ফার্স্টের বিমান চলাচল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উড়ান সংস্থার তরফে জানানো হয়, ৩ থেকে ৫ মে পর্যন্ত গো ফার্স্টের কোনও বিমান চলবে না।
দিল্লি, ৩ মে: সময় যত গড়াচ্ছে, তত জটিল হচ্ছ উড়ান সংস্থা গো ফার্স্টের পরিস্থিতি। গত কয়েকদিন ধরে গো ফার্স্টের একাধিক বিমান যখন বাতিল করা হচ্ছে, সেই সময় বুধবার দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকলেন বেশ কিছু যাত্রী। বিমান বাতিল হওয়ার পরও ওই যাত্রীদের জানানো হয়নি এ বিষয়ে। ফলে বুধবার দিল্লি বিমানবন্দরে গো ফার্স্টের টিকিট কেটে বেশ কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায় বহুক্ষণ। যদিও দিল্লিতে এই ছবি দেখা গেলেও, চেন্নাইতে ধরা পড়ে অন্য চিত্র। যেখানে চেন্নাই বিমানবন্দরে গো ফার্স্টের কাউন্টার একেবারে শূণ্য দেখা যায়। সেখানে কোনও যাত্রীর দেখা মেলেনি।
আরও পড়ুন: Go First Flights: মুম্বই, দিল্লিগামী গো ফার্স্টের ২টি বিমান হঠাৎ সুরাটে, কারণ নিয়ে ধোঁয়াশা
মঙ্গলবার গো ফার্স্ট ক্রতৃপক্ষের তরফে জানানো হয়, ৩ থেকে ৫মে পর্যন্ত তাঁদের সংস্থার কোনও বিমান চলবে না। জানা যায়, গো ফার্স্টের অবস্থা প্রায় দেউলিয়া। গো ফার্স্ট নিয়ে যখন জোর জটিলতা শুরু হয়েছে,সেই সময় বুধবার উড়ান বাতিলের পরও যাত্রীদের সে বিষয়ে কিছু জানানো হয়নি।