Gautam Gambhir Receives Death Threats: ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে, পরিবারের নিরাপত্তা চেয়ে দিল্লি পুলিশে চিঠি লিখলেন গৌতম গম্ভীর

খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। শনিবার এই দাবি করলেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও পূর্ব দিল্লির বিজেপি (BJP) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি জানান, একটি আন্তর্জাতিক নম্বর (ternational Number) থেকে তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা দেওয়ার অনুরোধ করে তিনি শাহদরা জেলার (Shahdara District) ডিসিপিকে চিঠি লিখেছেন গম্ভীর। চিঠিতে লিখেছেন, একটি আন্তর্জাতিক নম্বর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা হবে বলে হুমকি পাচ্ছেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চিঠিতে গম্ভীর পুলিশ আধিকারিকে লিখেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি এফআইআর দায়ের করা এবং আমার পরিবারের সুরক্ষা রক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।"

গৌতম গম্ভীর (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২১ ডিসেম্বর: খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। শনিবার এই দাবি করলেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও পূর্ব দিল্লির বিজেপি (BJP) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি জানান, একটি আন্তর্জাতিক নম্বর (ternational Number) থেকে তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা দেওয়ার অনুরোধ করে তিনি শাহদরা জেলার (Shahdara District) ডিসিপিকে চিঠি লিখেছেন গম্ভীর। চিঠিতে লিখেছেন, একটি আন্তর্জাতিক নম্বর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা হবে বলে হুমকি পাচ্ছেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চিঠিতে গম্ভীর পুলিশ আধিকারিকে লিখেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি এফআইআর দায়ের করা এবং আমার পরিবারের সুরক্ষা রক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।"

শনিবার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) কড়া আক্রমণ করেন। এছাড়া বিক্ষোভ সামলাতে গিয়ে আহত পুলিশদের নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন। টুইটারে রসিকতা করে গম্ভীর লেখেন, "আমি মনে হচ্ছে যে সমস্ত মানবাধিকারের যোদ্ধা, বলিউডের দৃষ্টি আকর্ষণকারী এবং সিউডো সেকুলার সাংবাদিকরা রাষ্ট্রসংঘে গেছেন। সেখানে তাঁরা পুলিশ কর্মীদের মানবাধিকার আছে কি নেই তার জন্য গণভোটের দাবি জানাতে গেছেন।" আরও পড়ুন: Anti-CAA Protests in Uttar Pradesh: মৃতের সংখ্যা বেড়ে ১১, তাদের গুলিতে মৃত্যু হয়নি বিক্ষোভকারীদের দাবি উত্তরপ্রদেশ পুলিশের

এর আগে উন্নাওয়ের দগ্ধ ধর্ষিতার মৃত্যু নিয়ে মুখ খোলেন বিজেপির সাংসদ তথা ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেন, “আমি ভীষণ লজ্জিত। আমরা দেশ হিসেবেও ব্যর্থ।” গম্ভীর আরও বলেন, “একজন মহিলাকে ধর্ষণ করার পর তাঁকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারা হল, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।” সারা দেশেই মহিলাদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। হায়দরাবাদ, উন্নাও, কলকাতা, মালদহের ঘটনায় শিউরে উঠছে দেশ। এই প্রসঙ্গে ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া গম্ভীর বলেন, “সূর্য ডুবলেই মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের এই পরিস্থিতির বদল ঘটাতেই হবে।”