Gautam Adani Gets 'Z' Category Security: শিল্পপতি গৌতম আদানিকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা ('Z' Category Security) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) পাঠানো রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) সূত্র অনুসারে, আইবি থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গৌতম আদানিকে সরকার উচ্চ-স্তরের নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার জন্য় যা ব্য়ায় হবে, তার ভার নিজেই বহন করবেন আদানি। সূত্রের খবর, গৌতম আদানির নিরাপত্তায় ৩০ জনেরও বেশি সেনা নিযুক্ত করা হবে।

Adani Group Chairman Gautam Adani. (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১১ অগাস্ট: কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা ('Z' Category Security) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) পাঠানো রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) সূত্র অনুসারে, আইবি থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গৌতম আদানিকে সরকার উচ্চ-স্তরের নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার জন্য় যা ব্য়ায় হবে, তার ভার নিজেই বহন করবেন আদানি। সূত্রের খবর, গৌতম আদানির নিরাপত্তায় ৩০ জনেরও বেশি সেনা নিযুক্ত করা হবে।

গত কয়েকদিনে আদানি গ্রুপের শেয়ারের দাম দ্রুত বেড়েছে এবং আদানি বিশ্বের সবচেয়ে ধনী শিল্পপতিদের মধ্যে স্থান করে নিয়েছেন। আরও পড়ুন: Suicide Attack On Indian Army Base: জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা, শহিদ ৩ জওয়ান; নিহত ২ জঙ্গিও

এর আগে, শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকেও স্বরাষ্ট্র মন্ত্রক 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তা ব্যয় নিজেরাই বহন করছেন আম্বানি দম্পতি।