Assembly Elections Opinion Poll 2023: ভূপেশ গড় ধরে রেখে তেলঙ্গানায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস, ধরাশায়ী হবে বিজেপি! জানাল সি ভোটারের সমীক্ষা

রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশের পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে।

Photo Credits: ANI

ABP NEWS- C VOTER OPINON POLL : রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশের পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে। কমিশনের এই ঘোষণার পরেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যে এবিপি-সি ভোটার পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সমীক্ষা প্রকাশ করল।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দক্ষিণের রাজ্যে তেলঙ্গনায় এগিয়ে রয়েছে কংগ্রেস। অনেকটা পিছন থেকে শুরু করে বিআরএস-এর কেসি রাওয়ের সরকারকে সরিয়ে দিতে পারে রাহুল গান্ধী-রেভান্ত রেড্ডির দল। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভা কংগ্রেস সর্বোচ্চ ৬০টি আর সর্বনিম্ন ৪৮টি আসন জিততে পারে। যেখানে সরকার গড়তে প্রয়োজন ৬০টি আসন। সেখানে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি সর্বোচ্চ ৫৫ ও সর্বনিম্ন ৪৩টি আসন জিততে পারে। আরও পড়ুন-ভোটের দিন ঘোষণা হতেই রাজস্থান-মধ্যপ্রদেশে প্রার্থী ঘোষণা বিজেপির, বুধনিতেই দাঁড়াচ্ছেন শিবরাজ

সমীক্ষায় বোঝা যাচ্ছে বিআরএস ও কংগ্রেসের লড়াই সমানে সমানে। তবে ভোট যত এগোচ্ছে ততই তেলাঙ্গানায় কংগ্রেসের প্রচারে ধার বাড়ছে। তাই জোরকদমে প্রচার শুরু হলে কংগ্রেস তেলাঙ্গানায় নিশ্চিত ক্ষমতা দখলের পথে যেতে পারে। যদিও তেলাঙ্গানায় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বিআরএস-কে স্বস্তিতে রাখছে। এই সমীক্ষা অনুযায়ী তেলাঙ্গানায় সবচেয়ে হতাশজনক ফল করতে চলেছে বিজেপি। বছর দুয়েক আগে তেলাঙ্গানায় বিজেপি ক্ষমতা আসার মত জায়গায় ছিল। সেখান থেকে কংগ্রেসের কাছে জমি হারিয়ে বিজেপি এবার সেখানে মাত্র ৫-১১টি আসনে জিততে পারে। প্রচারে নরেন্দ্র মোদী আসার পরে তেলাঙ্গানায় বিজেপির হাল ফেরেনি, এটাই সবচেয়ে চিন্তার গেরুয়া শিবিরে।

৪০ আসনের উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরামে ভাল ফল করতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত মিলেছে সি ভোটারের সমীক্ষা। মিজোরামে কংগ্রেস সর্বোচ্চ ১৪টি আসন জিততে পারে। তবে সেখানে এখনও এগিয়ে আছে শাসক দল মিজো ন্যাশানল ফ্রন্ট।

কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে লড়াই কাঁটায় কাঁটায় বলে সি ভোটারের সমীক্ষায় দেখা যাচ্ছে। ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস সর্বোচ্চ ৫১টি ও বিজেপি সর্বোচ্চ ৪৫টি আসন জিততে পারে। ছত্তিশগড়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টি আসন।

এক নজরে এবিপি-সি ভোটারের সমীক্ষার ফল

ছত্তিশগড় (৯০)

কংগ্রেস- ৪৫ থেকে ৫১, বিজেপি-৩৯-৪৫, অন্যান্য- ২

তেলাঙ্গানা (১১৯)

কংগ্রেস:৪৮-৬০, বিআরএস: ৪৩-৫৫, বিজেপি: ৫-১১