Mainpur Fresh Clashes: মণিপুরে RAF জওয়ানদের সঙ্গে নতুন করে গণ্ডগোলে জড়াল উত্তেজিত জনতা

কয়েকদিনের বিরতির পর ফের উত্তপ্ত হতে শুরু করেছে মণিপুর। শুক্রবার মণিপুরের বিভিন্ন জায়গায় RAF জওয়ানদের সঙ্গে জনতার একাংশের নতুন করে লড়াই শুরুর ফলে উত্তেজনা তৈরি হয়েছে।

ফাইল ফটো (Photo Credit: Twitter)

ইম্ফল: কয়েকদিনের বিরতির পর ফের উত্তপ্ত হতে শুরু করেছে মণিপুর (Mainpur)। শুক্রবার মণিপুরের বিভিন্ন জায়গায় RAF জওয়ানদের (Rapid Action Force) সঙ্গে জনতার একাংশের (Mob) নতুন করে লড়াই শুরুর (Fresh clashes) ফলে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম কয়েকদিন জাতিগত কারণে তুমুল অশান্তি লেগেছিল মণিপুরের বিভিন্ন জায়গায়। এর ফলে শতাধিক মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ জখম হয়েছিলেন। নষ্ট হয়েছিল প্রচুর সম্পত্তি। পরে উপদ্রুত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ফলে আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হচ্ছিল। কিন্তু, দুদিন আগেই মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্বপ্রান্তে অবস্থিত খামেনলোক এলাকায় নতুন করে অশান্তি ছড়ানোর কারণে ৯ জনের মৃত্যু হয় আর জখম হন ১০।

তারপর থেকে ফের উত্তপ্ত হতে শুরু করে পরিবেশ। শুক্রবার ফের বিভিন্ন এলাকায় উত্তেজিত জনতার একাংশের সঙ্গে লড়াই শুরু হয় RAF জওয়ানদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অশান্তি সৃষ্টিকারী জনতার উপর টিয়ার গ্যাসের সেল (tear gas shells) ছোঁড়েন জওয়ানরা। এর ফলে ছত্রভঙ্গ হয়ে যায় দাঙ্গাকারীরা। আরও পড়ুন: Mumbai: নৃশংস, রাস্তার মাঝে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর