ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি (Photo: ANI)

আম্বালা, ১০ সেপ্টেম্বর: বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল রাফাল (Rafale) যুদ্ধবিমান। আজ হরিয়ানার অম্বালা এয়ারবেসে সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল রাফাল। এর আগে, প্রথা মেনে সর্বধর্ম পুজো হয় যুদ্ধবিমানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি (Florence Parly)। আজ সকালেই ভারতে আসেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্লি বলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য়পদ পাওয়ার দাবিকে সমর্থন করে ফ্রান্স।

ফ্লোরেন্স পার্লি বলেন, "ফ্রান্স রাষ্ট্রসংঘের নিরাপ্তা পরিষদে ভারতের প্রার্থীপদের সমর্থন করে। আমাদের বৈশ্বিক সরবরাহ চেইনে ভারতীয় নির্মাতাদের আরও সংযুক্তকরণের জন্য আমরা 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।" ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী বলেন, "আমরা একসঙ্গে ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লিখছি।" আরও পড়ুন: Rafale Fighter Jet: ইন্দো-চিন সীমান্তে উত্তেজনা, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে IAF-এ যোগ দিল যুদ্ধবিমান রাফাল

ফ্রান্স থেকে ভারতে আসা ৫টি রাফাল জেটের ৩টি হল সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের। এইসব বিমানে জুড়ে দেওয়া হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল। ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তির অনুষ্ঠানের পর দুই দেশের সেনাকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

BJP Star Campaigners: দিল্লিতে মোদী-শাহর সঙ্গে বিজেপির তারকা প্রচারক গম্ভীর, লাভলিও

Loksabha Election 2024: 'পরমাণু বোমা এসে পড়বে', রাজনাথের পাক অধিকৃত কাশ্মীর মন্ত্বব্যে পালটা কটাক্ষ ফারুক আবদুল্লার

Loksabha Election 2024: 'কংগ্রেসের রাহুলায়ন কখনও...', রাহুল গান্ধীকে কড়া কটাক্ষ রাজনাথ সিংয়ের

Lok Sabha Elections 2024: মোদী-শাহ থেকে রাহুল-অভিষেক, হেভিওয়েটদের বিরুদ্ধে লড়া প্রার্থীদের জেতার সম্ভাবনা কতটা

Loksabha Election 2024: 'চিনের কিছু অংশের নামকরণ যদি আমরা করি', অরুণাচলে বেজিংকে বিঁধলেন রাজনাথ

Rajnath Singh: এক দেশ এক নির্বাচন শুরু হলে বাকি রাজ্যনৈতিকগুলি মিথ্যা প্ররোচনা দিতে পারবে না, মত রাজনাথ সিংয়ের

Gaza Ceasefire UN Security Council: নিরাপত্তা পরিষদে এই প্রথম গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ, ভোটদানে বিরত আমেরিকা, বাইডেনের সঙ্গে সংঘাতে নেতানিয়াহু

Rajnath Singh, Karara Jawab and China: সীমান্ত বিবাদ নিয়ে চিনকে হুঁশিয়ারি রাজনাথের সিংয়ের