Jammu & Kashmir: সোপিয়ানে সেনা এনকাউন্টারে খতম ৪ লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) সোপিয়ানের মানিহাল এলাকায় সোমবার ভোর রাত থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম ৪ লস্কর জঙ্গি। রাত থাকতেই মানিহালে এই গুলি বিনিময় শুরু হয়। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী ভারতীয় সেনার চিনার কর্পস সকাল আটটা নাগাদ যে তথ্য দিয়েছে, তাতে বলা হয়েছে যে, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে এখনও পর্যন্ত তিন জঙ্গি খতম হয়েছে। পরে জানা যায়, আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সেনা এক জওয়ানও আহত হয়েছেন বলে খবর।

সোপিয়ানে সেনা জঙগি গুলির লড়াই (Photo Credits: ANI)

শ্রীনগর, ২২ মার্চ: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) সোপিয়ানের মানিহাল এলাকায় সোমবার ভোর রাত থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম ৪ লস্কর জঙ্গি। রাত থাকতেই মানিহালে এই গুলি বিনিময় শুরু হয়। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী ভারতীয় সেনার চিনার কর্পস সকাল আটটা নাগাদ যে তথ্য দিয়েছে, তাতে বলা হয়েছে যে, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে এখনও পর্যন্ত তিন জঙ্গি খতম হয়েছে। পরে জানা যায়, আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সেনা এক জওয়ানও আহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত ১ টি একে ৪৭ ও ২ টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। কাশ্মীর পুলিশের তরফে এই এনকাউন্টারের খবর টুইট করে জানানো হয়েছে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: আরাবুলকে ধোকা দিয়েছে তৃণমূল, আব্বাস সিদ্দিকি

জানা গিয়েছে, মানিহাল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পুলিশ, সেনা ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি যৌথবাহিনী ওই এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। ভোর দুটো নাগাদ দুই জঙ্গির মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। এখনও এক জঙ্গি ওই এলাকায় রয়েছে বলে খবর। এই প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয় কুমার এর আগে জানিয়েছিলেন যে, সোপিয়ানে গুলি বিনিময়ে যে দুই জঙ্গির মৃত্যু হয়েছে, তারা লস্কর-ই-তৈবার সদস্য।যেখানে গুলি বিনিময় চলছে, সেখানে আরও দুই জঙ্গি আটকে পড়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে।