Himachal Pradesh: উল্টো হাওয়া! হিমাচলের প্রাক্তন বিজেপি সভাপতি দল ছেড়ে কংগ্রেসে
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে জিতিন প্রসাদ, সুনীল জাখার, আরপি সিংয়ের মত হাইপ্রোফাইলরা তো বটেই ২০১৪ থেকেই কংগ্রেসের ছোট-মাঝারি-বড় বহু নেতাই হাত ছেড়ে পদ্মে যোগ দিয়েছেন।
নতুন দিল্লি, ১২ জুলাই: দেশের সব কাজ জায়গায় রুটিনের মত বিষয় হল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যাওয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে জিতিন প্রসাদ, সুনীল জাখার, আরপি সিংয়ের মত হাইপ্রোফাইলরা তো বটেই ২০১৪ থেকেই কংগ্রেসের ছোট-মাঝারি-বড় বহু নেতাই হাত ছেড়ে পদ্মে যোগ দিয়েছেন। কিন্তু হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের মুখে উল্টোপূরাণ।
হিমাচলের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি খিমি রাম শর্মা (Khimi Ram Sharma) যোগ দিলেন কংগ্রেসে। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেসের শীর্ষ নেতা রাজীব শুক্ল-র হাত থেকে দলীয় পতাকা তুলে নেন খিমি রাম শর্মা। আরও পড়ুন-দলের কঠিন সময়ে ফের বিদেশে গেলেন রাহুল গান্ধী, ফিরবেন শনিবার
দেখুন ছবিতে
নরেন্দ্র মোদী-অমিত শাহ বিজেপি-র আসল আদর্শ মেনে কাজ না করে দুর্নীতির পথ নিয়েছেন বলে তিনি কংগ্রেসে যোগ দিলেন বলে কুলু জেলায় এখনও বড় প্রভাব থাকা খিমি রাম জানালেন।