Pranab Mukherjee Passes Away: প্রয়াত প্রণব মুখার্জি, ভারতের রাজনীতিতে ফের নক্ষত্র পতন

৮৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। সোমবার বিকেলে আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মাথায় অস্ত্রোপচার করাতে গিয়ে কোভিড পরীক্ষা হলে, রিপোর্ট পজিটিভ (COVID-19 Positive) আসে তাঁর। অস্ত্রোপচারের পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাঁর। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। বর্ষীয়ান নেতাকে হারিয়ে শোকস্তব্ধ রাজনৈতিক মহল সহ আপামর দেশবাসী।

প্রণব মুখোপাধ্যায়( Getty Images)

নতুন দিল্লি, ৩১ অগস্ট: ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। সোমবার বিকেলে আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মাথায় অস্ত্রোপচার করাতে গিয়ে কোভিড পরীক্ষা হলে, রিপোর্ট পজিটিভ (COVID-19 Positive) আসে তাঁর। অস্ত্রোপচারের পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাঁর। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। বর্ষীয়ান নেতাকে হারিয়ে শোকস্তব্ধ রাজনৈতিক মহল সহ আপামর দেশবাসী।

আজ সকালে হাসপাতালের বুলেটিনে জানা যায়, ফুসফুসের সংক্রমণের জেরে সেপটিক শকে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বরাবরের মতোই ভেন্টিলেশন সাপোর্টে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে রয়েছেন। ফুসফুসের সংক্রমণ বেড়েই চলেছে। মোটামুটি রবিবার থেকে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। রক্তচাপও খুব কম। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি টুইটে এই খবর জানান।

আরও পড়ুন, নরেন্দ্র মোদির ঊষ্ণ টুইটে আবেগাপ্লুত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, কী বললেন তিনি?

দিল্লির রাজাজি মার্গের বাড়ির বাথরুমে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। মাথায় রক্ত জমাট বেঁধে যায়। সেটির অপারেশনের জন্য গত ১০ আগস্ট দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি।ভর্তি হওয়ার পর প্রথম অস্ত্রোপচারের পরেই ৭২ ঘণ্টা ভেন্টিলেশনে থাকার পরও জ্ঞান ফেরেনি। তিনি গভীর কোমায় চলে যান।প্রণব মুখার্জির  প্রয়াণে তাঁর বাড়ি বীরভূমের কীর্ণাহারে শোকের ছায়া।