Budget 2021: করোনাকালে সংসদের বাজেট অধিবেশন, আজ পেপারলেস অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নির্মলা সীতারমণ

করোনা আবহে কৃষক আন্দোলনের মধ্যেই আজ শুক্রবার থেকে শুরু হলে বাজেট অধিবেশন। সোমবার বাজেট পেশ করা হবে। তার আগে এদিন আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আগামী ১ ফেব্রুয়ারি সোমবার সংসদে আর্থিক বাজেট পেশ করবেন তিনি। এংনিতে বাজেট পেশের আগের দিন আর্থিক সমীক্ষা পেশ করা হয়। তবে এবার যেহেতু বাজেট অধিবেশনের আগের দুদিন শনি ও রবিবার পড়ে যাওয়ায় শুক্রবারেই আর্থিক সমীক্ষা পেশ হচ্ছে। মূত ২০২০-তে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে সার্বিক কাজকর্ম হয়েছে তাই তুলে ধরা হবে এই সমীক্ষায়। তাতে ২০২১-এর কেন্দ্রীয় বাজেট পেশের আগে গোটা পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে।

নির্মলা সীতারমণ (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: করোনা আবহে কৃষক আন্দোলনের মধ্যেই আজ শুক্রবার থেকে শুরু হলে বাজেট অধিবেশন। সোমবার বাজেট পেশ করা হবে। তার আগে এদিন আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আগামী ১ ফেব্রুয়ারি সোমবার সংসদে আর্থিক বাজেট পেশ করবেন তিনি। এংনিতে বাজেট পেশের আগের দিন আর্থিক সমীক্ষা পেশ করা হয়। তবে এবার যেহেতু বাজেট অধিবেশনের আগের দুদিন শনি ও রবিবার পড়ে যাওয়ায় শুক্রবারেই আর্থিক সমীক্ষা পেশ হচ্ছে। মূত ২০২০-তে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে সার্বিক কাজকর্ম হয়েছে তাই তুলে ধরা হবে এই সমীক্ষায়। তাতে ২০২১-এর কেন্দ্রীয় বাজেট পেশের আগে গোটা পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। গতবছর করোনার কারণে ভারতে অর্থনীতি একেবারেই দিশাহীন হয়ে পড়েছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: শুক্রবারে ২০ হাজারের নিচেই রইল সংক্রমণ, ২৮ লাখ ভারতীয়কে দেওয়া হল টিকার প্রথম ডোজ

এদিন সংসদে বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে। যদিও কৃষি আইনে বিরোধিয়া বিরোধী সাংসদরা এই ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বক্তৃতার সুরুতেই কোবিন্দ বলেন, ‘‘পূরণ হচ্ছে আত্মনির্ভর ভারতের স্বপ্ন। করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ছে দেশ। দেশের করোনা টিকাকরণ অভিযান সফল।’’

আর্থিক সমীক্ষা কী?