Kuno National Park: অন্তঃসত্ত্বা আশা, ৭ দশকে প্রথম চিতার জন্ম হতে চলেছে কুনো অভয়ারণ্যে

দেশে চিতার সংখ্যা বৃদ্ধিতে সবধরণের পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এখনও পর্যন্ত এই কারণেই নামিবিয়া থেকে কুনোতে (Kuno National Park) আনা হয়েছে আটটি চিতা (Cheetah)।

Representative image (Photo credits: Twitter/ MoEF&CC)

ভোপাল, ১ অক্টোবর: দেশে চিতার সংখ্যা বৃদ্ধিতে সবধরণের পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এখনও পর্যন্ত এই কারণেই নামিবিয়া থেকে কুনোতে (Kuno National Park) আনা হয়েছে আটটি চিতা (Cheetah)। এই চিতাদের দেখার জন্য বেজায় উৎসুক দেশবাসী। এতদিনে মধ্যপ্রদেশের কুন অভয়ারণ্য থেকে এল খুশির খবর। মহিলা চিতা আশা এখন অন্তঃ সত্ত্বা। আরও পড়ুন - Durga Puja 2022: ত্রিশূলের বদলে দুর্গা প্রতিমার হাতে দলীয় পতাকা দিলেন তৃণমূল নেতা, হুগলিতে শোরগোল

নামিবিয়া থেকে আগত ৮টি চিতার মধ্যে ৩ টি মহিলা। তাদেরই একজন আশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই চিতার নামকরণ ‘আশা’ করেছিলেন। আশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বনকর্তারাও আশাবাদী। তাঁরা মনে করছেন, এবার হয়তো কুনো জাতীয় উদ্যানে বাড়বে চিতার সংখ্যা।

তবে আশাবাদী হলেও বনকর্তারা এখনও এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। কারণ আশা প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ায় তার এখন একা থাকতে ইচ্ছে করবে। সেদিকে মান্যতা দেওয়া উচিত। ৫৫ দিন পেরোলেই আশার অন্তঃ সত্ত্বার খবরে সিলমোহর দেওয়া হবে।