Punjab Stubble Burning: চাষের জমিতে লাগানো আগুন নেভাচ্ছেন দমকল ও কৃষি দফতরের কর্মীরা, পাঞ্জাবের ভিডিয়ো
আবেদন-নিবেদনে কোনও কাজ হয়নি। বারবার বারণ করা সত্বে পাঞ্জাবে কৃষি বর্জ্য আগুনে পোড়ানোর ঘটনা বন্ধ হয় না। তাই বাধ্য হয়েই কৃষকরা জমিতে পড়ে থাকা কৃষি বর্জ্যে আগুন ধরিয়েছেন শুনলেই সেখানে পৌঁছে যাচ্ছেন পাঞ্জাব সরকারের দমকল ও কৃষি দফতরের কর্মী-আধিকারিকরা।
আবেদন-নিবেদনে কোনও কাজ হয়নি। বারবার বারণ করা সত্বে পাঞ্জাবে কৃষি বর্জ্য আগুনে (stubble burning) পোড়ানোর ঘটনা বন্ধ হয় না। তাই বাধ্য হয়েই কৃষকরা (farmers) জমিতে পড়ে থাকা কৃষি বর্জ্যে আগুন (fire) ধরিয়েছেন শুনলেই সেখানে পৌঁছে যাচ্ছেন পাঞ্জাব (Punjab) সরকারের দমকল (Fire brigade) ও কৃষি দফতরের (Agriculture Department) কর্মী-আধিকারিকরা।
রবিবার বিকেলে সেই রকমই মোগার (Moga) একটি জায়গায় তাঁদের দেখা গেল চাষের জমিতে গিয়ে সেখানে লাগানো আগুন নেভাতে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: Nepal Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ত্রাণ পাঠাল ভারত, দেখুন ছবি ও ভিডিয়ো
দেখুন ভিডিয়ো: