Moradabad Fire: মোরাদাবাদে বিয়েবাড়িতে আগুন লেগে ৩ শিশু-সহ মৃত্যু ৫ জনের

বিয়েবাড়িতে আগুন (Fire) লেগে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে ২ জন মহিলা, ৩ জন শিশু। গতরাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ জেলায় (Moradabad)। তিনতলা একটি বাড়িতে বসেছিল বিয়ের আসর (Marriage Venue)। সেখানে আচমকা আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে যায় দমকলের ৫টি ইঞ্জিন। কয়েক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের গ্রাস থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Moradabad Fire (Photo: ANI)

মোরাদাবাদ, ২৬ অগাস্ট: বিয়েবাড়িতে আগুন (Fire) লেগে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে ২ জন মহিলা, ৩ জন শিশু। গতরাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ জেলায় (Moradabad)। তিনতলা একটি বাড়িতে বসেছিল বিয়ের আসর (Marriage Venue)। সেখানে আচমকা আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে যায় দমকলের ৫টি ইঞ্জিন। কয়েক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের গ্রাস থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে দমকল। শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। আরও পড়ুন: Sonali Phogat: বিজেপির সোনালী ফোগাটের মৃত্যুতে রহস্য, ময়না তদন্তে প্রকাশ্যে মৃতদেহের ক্ষত

মোরাদাবাদের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং বলেন, একটি তিনতলা বিল্ডিংয়ে আগুন লেগে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। ওই বাড়িতে একই পরিবারের লোকজন বসবাস করছিলেন। দমকল বিভাগ আগুন লাগার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।