Mumbai Police: ভুল খবর পরিবেশন করে গ্রেফতারের মুখে সাংবাদিক

ভুল খবর করার অভিযোগে প্রথম সারির টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু মুম্বই পুলিশের (Mumbai Police)। খুব দ্রুত তাঁকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কিছু বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই খবর প্রথম সারি একটি টিভি চ্যানেলে পরিবেশন করেন রাহুল কুলকার্নি (Rahul Kulkarni)। যদিও এমন কোনও নির্দেশিকা রেলমন্ত্রকের তরফে জারি করা হয়নি। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শ্রমিক বান্দ্রা স্টেশনে ভিড় জমাতে শুরু করেন।

(Photo Credits: Twitter)

মুম্বই, ১৫ এপ্রিল: ভুল খবর করার অভিযোগে প্রথম সারির টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু মুম্বই পুলিশের (Mumbai Police)। খুব দ্রুত তাঁকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কিছু বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই খবর প্রথম সারি একটি টিভি চ্যানেলে পরিবেশন করেন রাহুল কুলকার্নি (Rahul Kulkarni)। যদিও এমন কোনও নির্দেশিকা রেলমন্ত্রকের তরফে জারি করা হয়নি। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শ্রমিক বান্দ্রা স্টেশনে ভিড় জমাতে শুরু করেন।

ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ এবং পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাণিজ্যনগরী। পরিস্থিতি এমনই বেগতিক হয়ে যায় যে, সন্ধেবেলা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: Bandra Incident: লকডাউনের মধ্যে ফেসবুকে ভিনরাজ্যের শ্রমিকদের ঘরে ফেরার ডাক, মুম্বইতে গ্রেপ্তার বিনয় দুবে 

হাজার হাজার শ্রমিক মঙ্গলবার রাতে জড়ো হয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রাতে। এদের মধ্যে বেশিরভাগ জনই ছিলেন বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিকেরা। রাজ্য সরকারের কাছে বাড়ি ফেরার দাবি জানান তাঁরা।