Finance Ministry: একবছর নতুন কোনও প্রকল্প নয়, জানিয়ে দিল অর্থমন্ত্রক
এক বছর নতুন কোনও সরকারি প্রকল্প শুরু হবে না। জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Finance Ministry)। করোনভাইরাস মোকাবিলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Garib Kalyan Package) এবং আত্মনির্ভার ভারত (Atmanirbhar Bharat) অভিযান প্যাকেজ এবং অন্য কোনও বিশেষ প্যাকেজে ব্যয়ের অনুমতি দেওয়া হবে। অন্য মন্ত্রকগুলিকেও নতুন প্রকল্পের আবেদন জানাতে নিষেধ করা হয়েছে।
নতুন দিল্লি, ৫ জুন: এক বছর নতুন কোনও সরকারি প্রকল্প শুরু হবে না। জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Finance Ministry)। করোনভাইরাস মোকাবিলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Garib Kalyan Package) এবং আত্মনির্ভার ভারত (Atmanirbhar Bharat) অভিযান প্যাকেজ এবং অন্য কোনও বিশেষ প্যাকেজে ব্যয়ের অনুমতি দেওয়া হবে। অন্য মন্ত্রকগুলিকেও নতুন প্রকল্পের আবেদন জানাতে নিষেধ করা হয়েছে।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "২০২০-২১ অর্থবর্ষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, আত্মনির্ভার ভারত অভিযান প্যাকেজ এবং অন্যান্য বিশেষ প্যাকেজের আওতাধীন প্রস্তাব ব্যতীত আর কোনও প্রকল্প বা সাব স্কিম শুরু করা উচিত নয়। অন্য কোনও প্রকল্পের নীতিগত অনুমোদন এই আর্থিক বছরে দেওয়া হবে না। ইতিমধ্যে মূল্যায়ন / অনুমোদিত নতুন প্রকল্পগুলির সূচনা এক বছরের জন্য স্থগিত থাকবে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বা পরবর্তী যে কোনও আদেশের আগে পর্যন্ত।" এছাড়াও বাজেটে অনুমোদিত প্রকল্পগুলিও আগামী বছরের মার্চ মাস পর্যন্ত স্থগিত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই নির্দেশের ব্যতিক্রম করতে হলে অনুমোদন নিতে হবে। আরও পড়ুন: Pregnant Elephant Death: কেরালায় অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ অভিযুক্ত
গতমাসে কেন্দ্রীয় সরকার ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, যা কোভিড -১৯ সংকট ও লকডাউনের মধ্যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রেগুলিতে চাঙ্গা করবে। এই প্যাকেজ দেশের জিডিপি-র প্রায় ১০ শতাংশ।