Farmers Protest: শনিতে ফের 'দিল্লি চলো' অভিযানের ডাক, কৃষকদের শান্তিপূর্ণ কর্মসূচির পথে কি আবারও বাধা হবে পুলিশ?
আন্দোলনরত কৃষকদের মধ্যে থেকে ১০১ জন প্রতিনিধি এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। বেলা ১২টা থেকে শুরু হবে দিল্লি চলো অভিযান।
নয়া দিল্লি, ১৪ ডিসেম্বরঃ এর আগে পর পর দুবার কৃষকদের 'দিল্লি চলো' অভিযান ভণ্ডুল হয়েছে। শনিবার, ১৪ ডিসেম্বর ফের আন্দোলনরত কৃষকেরা 'দিল্লি চলো' (Delhi Chalo) কর্মসূচির ডাক দিলেন। সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চার তরফে আবারও শান্তিপূর্ণ 'দিল্লি চলো' (Delhi Chalo) অভিযানের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকেই পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে (Shambhu Border) জড়ো হতে শুরু করেন কৃষকেরা। আন্দোলনরত কৃষকদের মধ্যে থেকে ১০১ জন প্রতিনিধি এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে। বেলা ১২টা থেকে শুরু হবে দিল্লি চলো অভিযান।
কৃষকেরা ফের নতুন করে দিল্লি চলো অভিযানের ডাক দেওয়ায় হরিয়ানার আম্বালার কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)। কৃষক আন্দোলন ঘিরে অশান্তি এড়াতে শনিবার ১৪ ডিসেম্বর থেকে মঙ্গলবার ১৭ ডিসেম্বর পর্যন্ত আম্বালায় ইন্টারনেট পরিষেবা বন্ধা রখা হয়েছে।
দিল্লি চলো অভিযানের জন্যে প্রস্তুত কৃষকেরা...
ফসলের নূন্যতম সহায়ক মূল্য, ঋণ মকুব, কৃষকদের পেনশনের ব্যবস্থা, বিদ্যুতের বিল না বাড়ানো-সহ বেশ কিছু দাবি নিয়ে সরব হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষক সংগঠনগুলো। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্তে আন্দোলনে বসেছেন কৃষকেরা। গত সপ্তাহে শুক্রবার এবং রবিবার 'দিল্লি চলো' অভিযানের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলো। দিল্লির উদ্দেশ্যে রওনা দিতেই শম্ভু সীমান্তে আটকে দেওয়া হয় কৃষকদের। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। দুদিনই কাঁদানে গ্যাসের জেরে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন আন্দোলনকারী কৃষক। আজ শনিবার কৃষকদের শান্তিপূর্ণ 'দিল্লি চলো' অভিযান সফল হবে নাকি আবারও পুলিশের হস্তক্ষেপে তা স্থগিত হবে সেই দিকেই এখন নজর।