Rajasthan: ভুয়ো আয়কর হানার গল্প সাজিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, খোয়া গেল ৯০ লক্ষের গয়না ও টাকা
আয়কর কর্তার ছদ্মবেশে (Fake Income Tax Officials Raid) ব্যবসায়ীর বাড়িতে লুটপাট চালাল ডাকাত দল।
জয়ুর, ২৫ অগাস্ট: আয়কর কর্তার ছদ্মবেশে (Fake Income Tax Officials Raid) ব্যবসায়ীর বাড়িতে লুটপাট চালাল ডাকাত দল। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের গলতা গেট পুলিশ স্টেশনের অন্তর্গত নাগতালাই এলাকায়। ওই ব্যবসায়ীর নাম সত্যনারায়ণ তাম্বি। আরও পড়ুন-Arvind Kejriwal: 'বিজেপি টাকার লোভ দেখিয়ে দলের একটা বিধায়ককেও কিনতে পারেনি, আমি এতেই খুশি'
পুলিশ জানিয়েছে, পাঁচ জনের একটি দল নিজেদের আয়কর দপ্তর থেকে আসার কথা বলে সত্যনারায়ণ তাম্বির বাড়িতে ঢোকে। তারপর বাড়ির লোকদের আধ ঘণ্টা আটকে রেখে নির্বিচারে লুটপাট চালায়। ষেশমেশ মাথায় বন্দুক ঠেকিয়ে ৫০ লাখের মতো টাকা ও ৪০ লাখ টাকার গয়না নিয়ে চম্পট।
অভিযোগ, দুষ্কৃতীদলটি সত্যনারায়ণ তাম্বির নাতির মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও গয়নার লকার দেখিয়ে দিতে বলে। পুলিশের এক আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন, কাছাকাছি অঞ্চলের সিসিটিভি ফুটেজ একত্র করে দোষীদের খোঁজ চলছে। দুষ্কৃতীরা এই বাড়িতে আসার আগে অনেক অনুসন্ধান করেছে। তাম্বির বাড়ির সঙ্গে দুটি দোকান ও লাগোয়া একটি গোডাউন রয়েছে। দোকানের ৬ জন শ্রমিক ও দুজন কর্মী বাড়ি চলে যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।এই ডাকাতির সঙ্গে দোকানের কর্মচারীদের যোগ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।