IPL Auction 2025 Live

Ayodhya Cantt: ফৈজাবাদ পালটে অযোধ্যা ক্যান্টনমেন্ট, যোগী রাজ্যে ফের স্টেশনের নাম বদলে জল্পনা

স্টেশন লাগোয়া অনেকের কথায়, নয়া অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অযোধ্যা স্টেশন। ফলে অযোধ্যা স্টেশন এবং নয়া অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে নাম বিভ্রাট হচ্ছে।

Yogi Aadityanath (Photo Credits: PTI/File)

দিল্লি, ৮ নভেম্বর: ফৈজাবাদের (Faizabad) নাম পালটে হল অযোধ্যা ক্যান্টনমেন্ট ( Ayodhya Cantt)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  যে খবর প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু হয়েছে। ১৯ শতকে যে স্টেশনের নাম ফৈজাবাদ করা হয়, হঠাৎ করে তা পালটে কেন অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশেষ করে স্টেশন লাগোয়া ছোট দোকানদার বা কুলিদের অসুবিধা হচ্ছে সবচেয়ে বেশি করে।

স্টেশন লাগোয়া অনেকের কথায়, নয়া অযোধ্যা (Ayodhya) ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অযোধ্যা স্টেশন। ফলে অযোধ্যা স্টেশন এবং নয়া অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে নাম বিভ্রাট হচ্ছে। তবে যোগী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান অনেকেই। 'ভগবান রাম কী নগরী' (রামের নগরী) হিসেবে অযোধ্যা  রাজ্যের সর্বত্র ব্যবহার করা উচিত। ফলে অনেকেই যোগী সরকারের এই সিদ্ধান্তকে নেটিজেনদের একাংশ স্বাগত জানাতে শুরু করেছেন।

আরও পড়ুন:  Covaxin: হু-এর তালিকায় কোভ্যাক্সিন, ভারতের টিকাকে মান্যতা সুইজারল্যান্ডের, অনুমোদনের পথে ব্রিটেনও

তবে স্টেশন লাগোয়া দোকানদার, কুলিদের পাশাপাশি রিক্সা চালকদের অনেকের এই সিদ্ধান্তের জেরে অসুবিধায় পড়তে হচ্ছে। এমনই একজন সাধু রাম। তিনি বলেন, ফৈজাবাদের নাম পালটে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার প্রয়োজন ছিল না। এর ফলে সাধারণ ট্রেন যাত্রীদের অনেককেও অসুবিধায় পড়তে হচ্ছে।