Shamli Shocker: যোগীরাজ্যে অনাচার! ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ধৃত কারখানার কর্মী

লজেন্সের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করল এক যুবক। নির্যাতিতার বাড়ির লোকজন অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুজাফরনগর: লজেন্সের (Candy) লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ (Rape) করল এক যুবক। নির্যাতিতার বাড়ির লোকজন অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি (Shamli) জেলায়।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে শামলির পুলিশ সুপার অভিষেক জানান, বুধবার চার বছরের ওই শিশুকন্যাটিকে নিজের বাড়ির বাইরে খেলছিল। সেই সময় ৩৫ বছরের স্থানীয় কারখানার কর্মী নাভেদ তাকে লজেন্সের লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তারপর ওই শিশুটিকে ধর্ষণ করে।

পরে ধর্ষিতা ওই শিশুটি বাড়িতে গিয়ে সমস্ত কথা বলার পর তার আত্মীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভেদ-কে গ্রেফতার করার পাশাপাশি শুরু হয়েছে মামলাও। আরও পড়ুন: Tejashwi Yadav On BJP's Protest: পাটনায় বিক্ষোভের জন্য বিজেপিকে তোপ, ভিডিয়োতে শুনুন তেজস্বী যাদবের ভিডিয়ো