Bomb Threat Near Antilia: অ্যান্টিলার সামনে বিস্ফোরক বোঝাই গাড়ির তদন্ত তল্লাশিতে মিলল নয়া সূত্র, মিলল নাগপুর যোগ
বৃহস্পতিবার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে জিলেটিন স্টিক বোঝাই গাড়ি কে বা কারা রেখেছে তা তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তে উঠে এসেছে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা নাগপুরে অবস্থিত কোনও কোম্পানির। সৌর শিল্পের সঙ্গে যুক্ত সেই কোম্পানির একজন সিনিয়র জেনারেল ম্যানেজার একে শ্রীবাস্তব সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন,'মুম্বই থেকে আমাদের জানানো হয়েছে এটি আমাদের কোম্পানির উদপাদিত বস্তু। কীভাবে ক্রয়, বিক্রয় হয়, তৈরি হয় সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে পুলিশ। আমরা তাদের সবকিছু জানিয়েছি।'
মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার ( Antilia) সামনে জিলেটিন স্টিক বোঝাই গাড়ি কে বা কারা রেখেছে তা তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তে উঠে এসেছে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা নাগপুরে অবস্থিত কোনও কোম্পানির। সৌর শিল্পের সঙ্গে যুক্ত সেই কোম্পানির একজন সিনিয়র জেনারেল ম্যানেজার একে শ্রীবাস্তব সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন,'মুম্বই থেকে আমাদের জানানো হয়েছে এটি আমাদের কোম্পানির উদপাদিত বস্তু। কীভাবে ক্রয়, বিক্রয় হয়, তৈরি হয় সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে পুলিশ। আমরা তাদের সবকিছু জানিয়েছি।'
তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরকের বাক্সতে যে বারকোড রয়েছে তা দেখে বলে দেওয়া যাবে কোন সময়, কোথাকার, কোন ব্যক্তি, কোন সময়ে তা কিনেছেন। যদি বাক্স নাও থাকে তবে বিস্ফোরকের নাম এবং সংস্থার নাম বললেও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করা হবে।'
আরও পড়ুন, অ্যান্টিলার সামনে উদ্ধার হওয়া গাড়িটি চুরির, মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ
অন্যদিকে পুলিশ শুক্রবারই জানায় অ্যান্টিলার (Antilia) সামনে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক (Gelatin Stick) বোঝাই গাড়িটি বিক্রলি থেকে চুরি করা হয়। গাড়ির চেসিস নম্বরটি ক্ষতিগ্রস্ত হলেও আসল মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। গাড়িটিতে তল্লাশি অভিযান চালিয়ে কুড়িটি জিলেটিন স্টিক ও একটি চিঠি উদ্ধার হয়। গাড়ির ভিতরে মুম্বই ইন্ডিয়ান্স লেখা একটি ব্যাগে রাখা ছিল এই চিঠিগুলি। সেই চিঠিতে মুকেশ ও নীতা আম্বানিকে সম্বোধন করে লেখা ছিল, “এটি মহড়া মাত্র। পরের বার গোটা আম্বানি পরিবরাকে উড়িয়ে দেওয়া হবে।” বিষয়টি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশে তৎপরতা শুরু হয়েছে। দেশের বাণিজ্যনগরীতে জারি হয় চূড়ান্ত সতর্কতা। কে বা কারা এই ভয়ঙ্কর রসিকতা করেছে তার তদন্ত করছে পুলিশ।