Lavoo Mamledar Quits TMC: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাম্প্রদায়িক, গোয়াকে ভাগ করছে', তৃণমূল ত্যাগ করে দাবি প্রাক্তন বিধায়কের

লাভু মামলেদার আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যেভাবে জয় পায়, তা দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ সাম্প্রদায়িক দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন মামলেদার।

Ex-Goa MLA Lavoo Mamledar (Photo Credit: Twitter/ANI)

পানাজি, ২৪ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ৩ মাসের মধ্যে জোড়াফুল শিবির ত্যাগ করলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার (Lavoo Mamledar)। গোয়ার প্রাক্তন বিধায়ক বলেন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার খোলা হয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তরফে। যে প্রকল্পে প্রত্যেক মাসে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। অথচ গোয়ায় সেই একই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে পাবেন বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। যা একেবারে অসম্ভব। কোনও দল যদি নির্বাচনে পরাজিত হওয়ার ভয় পায়, তাহলে তারা এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দেয়। আমি সেই দলে থাকতে চাই না, যারা মানুষকে বোকা বানায়। তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে এমনই মন্তব্য করলেন গোয়ার (Goa) প্রাক্তন বিধায়ক।

লাভু মামলেদার আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যেভাবে জয় পায়, তা দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ সাম্প্রদায়িক দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন মামলেদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গোয়া বিধানসভা নির্বাচনের আগে হিন্দু (Hindu) এবং খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেন মামলেদার।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনা কাপুর খান কি ওমিক্রনে আক্রান্ত? রিপোর্ট প্রকাশ বিএমসির

গোয়ার প্রাক্তন বিধায়কের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার পর গত ১৫-২০ দিন ধরে তাঁর চোখে অন্য ছবি ধরা পড়ছে। বিজেপির চেয়েও তৃণমূল কংগ্রেস খারাপ একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেন মামলেদার।

প্রসঙ্গত গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে জোট করে। যে দলের মুখ হয়ে লাভু মামলেদার ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন।