Interest On EPF Deposits: ২০২০-২০২১ অর্থবর্ষে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে জমায় ৮.৫০ শতাংশ হারে সুদ দেবে EPFO
২০২০-২০২১ অর্থবর্ষে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund Organisation) জমায় ৮.৫০ শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার। আজ শ্রম মন্ত্রক জানিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ড (EPFO) তার গ্রাহকদের জন্য ২০২০-২১ বছরে ৮.৫০ শতাংশ সুদের হারের প্রস্তাব দিয়েছে। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের শীর্ষস্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড বৃহস্পতিবার শ্রীনগরে বৈঠকে বসে। সেখান সুদের হার ঠিক করা হয়।
নতুন দিল্লি, ৪ মার্চ: ২০২০-২০২১ অর্থবর্ষে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund Organisation) জমায় ৮.৫০ শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার। আজ শ্রম মন্ত্রক জানিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ড (EPFO) তার গ্রাহকদের জন্য ২০২০-২১ বছরে ৮.৫০ শতাংশ সুদের হারের সুপারিশ করেছে। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের শীর্ষস্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড বৃহস্পতিবার শ্রীনগরে বৈঠকে বসে। সেখান সুদের হার ঠিক করা হয়।
করোনা মহামারীর কারণে চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানো হবে বলে মনে করা হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবর্ষে ৮.৫০ শতাংশ হারেই সুদ দেওয়া হয়েছিল। যা ছিল গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। আরও পড়ুন: Shiv Sena Supports Mamata: 'বিশ্বাস করি তিনিই বাংলার আসল বাঘিনী', বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন শিবসেনার
এর আগে ২০১২-২০১৩ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল। ২০১৮-২০১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জামার ওপরে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ।