EPF: অগাস্ট পর্যন্ত EPF-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র
ইপিএফ (Employees Provident Fund) সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আরও তিন মাস ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। তিনি জানান, এর জন্য কেন্দ্রীয় সরকারের মোট আনুমানিক ব্যয় ৪ হাজার ৮৬০ কোটি টাকা। এই পদক্ষেপের ফলে ৭২ লাখ কর্মচারী উপকৃত হবেন।
নতুন দিল্লি, ৮ জুলাই: ইপিএফ (Employees Provident Fund) সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আরও তিন মাস ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। তিনি জানান, এর জন্য কেন্দ্রীয় সরকারের মোট আনুমানিক ব্যয় ৪ হাজার ৮৬০ কোটি টাকা। এই পদক্ষেপের ফলে ৭২ লাখ কর্মচারী উপকৃত হবেন।
যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা ১০০-র কম এবং ৯০ শতাংশ কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকা, জুন থেকে আগাস্ট, তিন মাস তাদের ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে আগামী তিনমাসের জন্যে পিএফের টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। এর জন্য খরচ হবে ৫ হাজার কোটি টাকা। আরও পড়ুন: COVID-19 Cases In India: ভারতে করোনা আক্রান্ত ৭.৪২ লাখ ছাড়ালো, একদিনে সংক্রামিত ২২ হাজার ৭৫২ জন
প্রধানমন্ত্রী গরিব কল্য়াণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে যে অতিরিক্ত খাদ্যশস্য (foodgrain) দেওয়া হচ্ছে তা আরও ৫ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet)। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পাওয়া যাবে অতিরিক্ত খাদ্যশস্য। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকশ জাভড়েকর (Prakash Javadekar)।
জাভড়েকর বলেন, "এ পর্যন্ত এপ্রিল মাসে প্রায় ৭৪.৩ কোটি মানুষকে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হয়েছে। মে মাসে পেয়েছেন ৭৪.৭৫ কোটি। এবং জুনে পেয়েছেন ৬৪.৭২ কোটি।" মন্ত্রী জানান, উজ্বলা যোজনার সুবিধা গ্রহণের জন্য সময়সীমা তিনমাস বাড়ানোর অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। ১ জুলাই তা থেকে কার্যকর হবে।