Bandipora Encounter: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি
শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার (Bandipora) ওয়াটরিনা এলাকায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। দুই জঙ্গির মধ্যে একজন পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে, আরেকজন কাশ্মীরেই প্রশিক্ষণ নিয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে একজন বিজেপি নেতা প্রয়াত ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরার ওয়াটনিরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, পাল্টা জবাব দিতে থাকে বাহিনীও। বেশ কয়েকঘণ্টা লড়াই চলার পর দুই জঙ্গির দেহ উদ্ধার হয়।
শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর: শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার (Bandipora) ওয়াটরিনা এলাকায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। দুই জঙ্গির মধ্যে একজন পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে, আরেকজন কাশ্মীরেই প্রশিক্ষণ নিয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে একজন বিজেপি নেতা প্রয়াত ওয়াসিম বারি (Waseem Bari), তাঁর বাবা ও ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরার ওয়াটনিরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, পাল্টা জবাব দিতে থাকে বাহিনীও। বেশ কয়েকঘণ্টা লড়াই চলার পর দুই জঙ্গির দেহ উদ্ধার হয়।
আজ সকালেই কাশ্মীরের উরি (Uri) সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনীর (Indian Army)। যদিও, তিন সেনা জওয়ান জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন বলে সূত্র জানিয়েছে। শনিবার সন্ধ্যায় উরি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন জঙ্গি। সীমান্তে মোতায়েন সেনারা তাদের চ্যালেঞ্জ জানায়। দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়ে যায়। জঙ্গিদের গুলিতে জম হন তিন জওয়ান। এলাকায় এখনও অভিযান চলছে। আরও পড়ুন: Infiltration Bid Foiled: উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা, গুলির লড়াইয়ে জথম ৩ জওয়ান
জখম সেনারা ১২ জাঠ রেজিমেন্টের সদস্য। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর একই সেক্টরে সেনাবাহিনী আরেকটি বড় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছিল। বাহিনীর গুলিতে ভয় পেয়ে জঙ্গিরা পাকিস্তানের দিকে চলে যেতে বাধ্য হয়।