আইনস্টাইন চ্যালেঞ্জ: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্ক টাইমসে লিখলেন নরেন্দ্র মোদি

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে কলম লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'কেন ভারত ও বিশ্বের গান্ধীকে প্রয়োজন'-তা নিয়েই 'নিউ ইয়র্ক টাইমস'-এ কলম লিখলেন মোদি ৷ ভবিষ্যৎ প্রজন্মের কাছে গান্ধীজির মতাদর্শের কথা নিউ ইয়র্ক টাইমস-এর মাধ্যমে তুলে ধরলেন মোদি।

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo Credits: Twitter/ @NarendraModi)

নতুন দিল্লি, ২ অক্টোবর: PM Narendra Modi's "Einstein Challenge"- মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে মার্কিন সংবাদমাধ্যমে কলম লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'কেন ভারত ও বিশ্বের গান্ধীকে প্রয়োজন'-সেই বিষয়ে'নিউ ইয়র্ক টাইমস' (New York Times) -এ কলম লিখতে বসে জাতীর জনককে নিয়ে আবেগ, শ্রদ্ধায় ভাসলেন মোদি ৷ ভবিষ্যৎ প্রজন্মের কাছে গান্ধীজির মতাদর্শের কথা তাঁর কলমের মাধ্যমে তুলে ধরলেন মোদি। অ্যালবার্ট আইনস্টাইনের এক বিখ্যাত উক্তির কথা বলে গোটা বিশ্বে মহাত্মা গান্ধীর আদর্শ ও চিন্তা ছড়িয়ে দেওয়ার দিকে নজর দিলেন মোদি।

"প্রজন্মের পর প্রজন্ম আসবে যারা বিশ্বাস করবে এমন এক দুলর্ভ মানুষ ছিলেন যিনি এই দুনিয়ায় মাংস, রক্ত নিয়ে এই দুনিয়ায় বাস করতেন" (' Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth')-আইনস্টাইনের এই উক্তিটিকে বলে প্রধানমন্ত্রী লেখেন, "গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার প্রস্তাব হল আইনস্টাইন চ্যালেঞ্জ নিয়ে আসা হোক। তা না হলে কীভাবে আমরা নিশ্চিত করব যে গান্ধীজির আদর্শ ভবিষ্যতের প্রজন্ম মনে করবে? চরকা, খাদির মতো একেবারে সাধারণ জিনিস নিয়ে মহাত্মা গান্ধী যেভাবে আম জনতাকে সঙ্গে নিয়ে রাজনীতি, সংগ্রাম, আন্দোলন করেছিলেন সে কথা মনে করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ আরও পড়ুন-মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ইতিহাস বদলে দিয়েছিল: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

১৯৩০ সালে মহাত্মা গান্ধির ডাণ্ডি অভিযানের কথা বলে মোদি লেখেন, 'এক চিমটি নুনের মাধ্যমে গণআন্দোলন তৈরি করার কথা আর কেউ বা ভাবতে পারে।'

তিটি মানব সমাজের মধ্যে সেতু নির্মাণের আশ্চর্য ক্ষমতা ছিল গান্ধীর৷' এর সঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, 'এক চিমটে নুনের মাধ্যমে তিনি অনেক মানুষকে এক জায়গায় আনতে পারতেন৷ এখানেই গান্ধী ছিলেন সবার চেয়ে আলাদা। পৃথিবীতে অনেক জন আন্দোলন হয়েছে, অনেকে স্বাধীনতা আন্দোলন করেছেন, কিন্তু গান্ধীর আন্দোলন সব সময়ই আলাদা৷ তাই গান্ধীর কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন।'