West Bengal School Reopening: কোভিড বিধি মেনে স্কুল খুললে বেঞ্চ প্রতি ১ জন পড়ুয়া বসবে, শিক্ষা দপ্তর

দীর্ঘ লকডাউনের পর আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল ও কলেজ-সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে।

School Reopen. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৯ অক্টোবর: দীর্ঘ লকডাউনের পর আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল ও কলেজ-সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরুর আগে প্রথম দশ মিনিট ধরে করোনা সম্পর্কিত তথ্য সরবরাহ হবে। প্রতি বেঞ্চে দুজনের বদলে একজন করে বসবে। ক্লাসে প্রবেশের সময় হুড়োহুড়ি রুখতে ক্লাস শুরুর অন্তত  এক ঘণ্টা আগে স্কুলে আসতে হবে। স্কুল শুরুর আগে ক্লাস রুম, কমন রুম, লাইব্রেরি, ল্যাবরেটরি সবই স্যানিটাইজ করতে। স্কুলে রাখতে হবে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজার। একই সঙ্গে জীবাণুনাশক দিয়ে স্কুলের চারদিক জীবাণুমুক্ত রাখতে হবে, পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আরও পড়ুন- Coronavirus Cases In India: হাজার ছুঁই ছুঁই দৈনিক মৃত্যু, চিন্তা বাড়িয়ে আগ্রাসী করোনা

রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে কোভিড বিধির গাইড লাইন ছাড়াও শিক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সবাই একসঙ্গে ক্লাসে আসবে কি না তানিয়ে এখনও কোনও গাইডলাইন প্রকাশ্যে আসেনি।  স্কুলের ক্ষেত্রে পড়ুয়ারা দুই ভাগে ক্লাসকরতে আসবে। সকালে একদল পড়ুয়ার ক্লাস হবে। দুপুরে দ্বিতীয় দলের ক্লাস হবে। কালীপুজো, ভাইফোঁটী, ছটের পরেই খুলছে স্কুল। দিনদুখেক আগে উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।