WBJEE 2022 Exam Date: আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২৩ এপ্রিল
আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী বছর পরীক্ষা হবে ২৩ এপ্রিল। আজ বিজ্ঞপ্তি জারি করে বোর্ড একথা জানিয়েছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারের মতো বিষয়গুলি স্নাতক স্তরে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হল।
কলকাতা, ১২ নভেম্বর: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Examination 2022) নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। আগামী বছর পরীক্ষা হবে ২৩ এপ্রিল। আজ বিজ্ঞপ্তি জারি করে বোর্ড একথা জানিয়েছে।
ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচারের মতো বিষয়গুলি স্নাতক স্তরে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। পরে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।
চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় ১৭ জুলাই। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ৯২ হাজার ৬৯৫ জন। গত ৬ অগাস্ট প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল।