IPL Auction 2025 Live

Madhyamik, Higher Secondary Exam 2021: জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। আজ একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান যে পরীক্ষার বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। তারপর সিলেবাসে কাটছাঁট করা হয়েছে।

। (File Photo)

কলকাতা, ২৩ ডিসম্বর: আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। আজ একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান যে পরীক্ষার বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। তারপর সিলেবাসে কাটছাঁট করা হয়েছে।

করোনার আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ আশঙ্কাতে রয়েছে পড়ুয়ারা। বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে সেই সম্ভাবনা গত সেপ্টেম্বর মাস থেকেই চলছিল। নভেম্বর মাসে পরীক্ষার সূচি সংক্রান্ত প্রস্তাব স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ সেই প্রস্তাব মেনে নিয়েছে সরকার। আরও পড়ুন: Agnimitra Paul Show Caused By BJP মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালকে শো-কজ রাজ্য বিজেপির

মনে করা হচ্ছে, খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের নোটিফিকেশন জারি করা হতে পারে। তাতে  পড়ুয়ারা অনেকটাই স্বস্তি পাবে বলেই মত শিক্ষা মহলের।