NIOS Exam Cancel: করোনার কারণে বাতিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-র পরীক্ষা

করোনাভাইরাস মহামারীর কারণে এবার বাতিল হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-র (National Institute of Open Schooling) পরীক্ষা। জুলাইয়ে এই পরীক্ষ হওয়ার কথা ছিল। পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং জানিয়েছে, ফলাফল মূল্যায়ন প্রকল্পের ভিত্তিতে ঘোষণা করা হবে।

প্রতীকী ছবি | (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ১০ জুলাই: করোনাভাইরাস মহামারীর কারণে এবার বাতিল হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-র (National Institute of Open Schooling) পরীক্ষা। জুলাইয়ে এই পরীক্ষ হওয়ার কথা ছিল। পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং জানিয়েছে, ফলাফল মূল্যায়ন প্রকল্পের ভিত্তিতে ঘোষণা করা হবে।

আজ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD Ministry) এক বিবৃতিতে জানিয়েছে, “শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় রেখে জুলাই মাসে নির্ধারিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-র পরীক্ষাগুলি বাতিল করা হল।" আরও পড়ুন: ICSE, ISC Exams Results 2020: প্রকাশ পেল ICSE ও ISC-র ফলাফল, ছাত্রছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

তবে NIOS পাবলিক পরীক্ষায় অংশ নিতে যে সব পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন তাঁরা পরে পরীক্ষা দিতে পারবেন। তাঁদের সেই বিকল্প দেওয়া হবে। যখন পরিস্থিতি পরীক্ষা নেওয়ার পক্ষে উপযুক্ত হবে তখন পরীক্ষা নেওয়া হবে।