CBSE Board Exam 2020: ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষা বাতিল করল CBSE ও ICSE বোর্ড
জুলাইয়ের ১ তারিখ থেকে ১৫ তারিখ ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষা নেওয়ার কথা ছিল CBSE-র। যদিও তা বাতিল করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটার জেনারেল তুষাার মেহতা। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলেই আমরা ক্লাস টুয়েলভের পরীক্ষা নিতে পারব।
নতুন দিল্লি, ২৫ জুন: জুলাইয়ের ১ তারিখ থেকে ১৫ তারিখ ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষা নেওয়ার কথা ছিল CBSE-র। যদিও তা বাতিল করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটার জেনারেল তুষাার মেহতা। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলেই আমরা ক্লাস টুয়েলভের পরীক্ষা নিতে পারব। যারা দিতে চাইবে তাদের পরীক্ষা নেওয়া হবে। দিন পরে জানানো হবে।
একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি জে এএম খানওয়িলকারের বেঞ্চে তুষার মেহতা বলেন, "ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। টেন ও ক্লাস টুয়েলভের ফলাফল ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতে ১৫ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে। তবে ক্লাস টুয়েলভের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার বিকল্প থাকবে।" আরও পড়ুন: IIT-Bombay Scraps Face-to-Face lectures: করোনার থাবায় পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অফলাইন ক্লাস বাতিল আইআইটি বম্বের
এদিকে একই সিদ্ধান্ত নিয়েছে ICSE বোর্ডও। তারাও ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের পরীক্ষা বাতিল করেছে। তবে, তারা পরে পরীক্ষা দেওয়ার বিকল্প দিতে রাজি নয়। সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন।