CBSE Examination 2020 Update: লকডাউনের মিটলেই ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের বাকি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, ধোঁয়াশা কাটিয়ে জানাল CBSE

লকডাউনের মিটলেই ক্লাস টেন (Class 10) ও টুয়েলভের (Class 12) বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। বিবৃতি দিয়ে জানিয়ে দিল CBSE। বুধবার তারা জানিয়েছে যে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ক্লাস টেন ও টুয়েলভের বাকি ২৯টি বিষয়ের জন্য বোর্ড পরীক্ষা নেবে।

পরীক্ষা (Photo Credits: All India Radio News/ Facebook)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: লকডাউনের মিটলেই ক্লাস টেন (Class 10) ও টুয়েলভের (Class 12) বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। বিবৃতি দিয়ে জানিয়ে দিল CBSE। বুধবার তারা জানিয়েছে যে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ক্লাস টেন ও টুয়েলভের বাকি ২৯টি বিষয়ের জন্য বোর্ড পরীক্ষা নেবে।

আজ দুপুরে টুইট করে CBSE কর্তৃপক্ষ বলে, "সম্প্রতি ক্লাস টেনের বোর্ড পরীক্ষা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছিল। ২৯টি বিষয়ের জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আমরা আগের মতোই রয়েছি। যা ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। CBSE ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে বলেছিল যে লকডাউন মিটলে পরীক্ষা এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়ে নেওয়া হবে। বোর্ড সেই সিদ্ধান্তেই রয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়েছে যে পড়ুয়াসহ অন্যদের পরীক্ষার শুরুর আগে ১০ দিন সময় দেওয়া হবে। আরও পড়ুন: Kolkata: 'ভার্চুয়াল ভিজিটিং আওয়ার্স' চালু হল এমআর বাঙুর হাসপাতালে

CBSE-র এক আধিকারিক সংবাদসংস্থা ANI-কে বলেন যে লকডাউন শেষ হওয়ার পরে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার কারণে যে সব ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেনি তাদেরও পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে। তিনি আরও যোগ করেন, "উত্তর-পূর্ব দিল্লিতে বসবাসকারী এবং ওই অঞ্চলে হিংসতার কারণে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে না পেরে এমন শিক্ষার্থীদের পরীক্ষা করার চেষ্টাও করা হবে।"