Shraddha Walker Murder: 'চরম পরিণতির জন্য দায়ি শ্রদ্ধা নিজে'... হাঁড়হিম খুনে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
শিক্ষিত তরুণীরা যেভাবে লিভ ইন সম্পর্কে জড়াচ্ছেন, তার বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী। লিভ ইন সম্পর্কে একেবারে বেআইনি। যদি কেউ লিভ ইন সম্পর্কে জড়াতে চেয়ে বিয়ের আগে একসঙ্গে থাকতে চান, তাহলে তাঁর কাছে আইনি শংসাপত্র থাকতে হবে বলে মন্তব্য করেন কৌশল কিশোর কুমার।
দিল্লি, ১৭ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকরের খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত আফতাব যেভাবে নৃশংসভাবে শ্রদ্ধাকে খুন করে , তাঁর দেহ টুকরো টুকরো করে,তা শুনে শিউরে উঠছে পুলিশও। এসবের মধ্যে েবার বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর কুমার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, শ্রদ্ধার যে পরিণতি হয়েছে, তার জন্য তিনি নিজেই দায়ি। শিক্ষিত মেয়েদের উচিত, কম শিক্ষিতদের কাছ থেকে কিছু শেখা। বাবা, মায়ের ইচ্ছায় কীভাবে নিজেদের জীবনযাপন করেন কম শিক্ষিত মহিলারা, তা দেখে শিক্ষিত তরুণীদের শেখা উচিত বলে মন্তব্য করেন কেনদ্রীয় মন্ত্রী।
শিক্ষিত তরুণীরা যেভাবে লিভ ইন সম্পর্কে জড়াচ্ছেন, তার বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী। লিভ ইন সম্পর্কে একেবারে বেআইনি। যদি কেউ লিভ ইন সম্পর্কে জড়াতে চেয়ে বিয়ের আগে একসঙ্গে থাকতে চান, তাহলে তাঁর কাছে আইনি শংসাপত্র থাকতে হবে বলে মন্তব্য করেন কৌশল কিশোর কুমার।
এসবের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, লিভ ইন সম্পর্ক মানে শুধুমাত্র বন্ধুত্ব। কিন্তু লিভ ইন সম্পর্কে থাকার পর অনেক মেয়ে সঙ্গীকে বিয়ের জন্য চাপ দেন। তখনই এই ধরনের ঘটনা ঘটে বলে মন্তব্য করেন কৌশল কুমার।