Mohan Bhagwat on Divorce Case: উচ্চশিক্ষিত পরিবারেই ডিভোর্সের মামলা বেশি, মোহন ভাগবতের মন্তব্যের তীব্র বিরোধিতা সোনাম কাপুরের

শিক্ষা-প্রভাব-প্রতিপত্তি মানুষের মনে অহঙ্কার তৈরি করে। যার জন্য ছোট ছোট বিষয়ে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর যার পরিণতি ডিভোর্স অর্থাৎ বিবাহবিচ্ছেদে (Divorce Cases)। সেই কারণেই দেশের উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। রবিবার RSS-র এক কর্মীসভায় এহেন বিতর্কিত মন্তব্যের জেরে ফের সংবাদ শিরোনামে RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। গোটা ঘটনায় নিন্দার ঝড় নেট দুনিয়ায়।

RSS প্রধান মোহন ভগবত। (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: শিক্ষা-প্রভাব-প্রতিপত্তি মানুষের মনে অহঙ্কার তৈরি করে। যার জন্য ছোট ছোট বিষয়ে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর যার পরিণতি ডিভোর্স অর্থাৎ বিবাহবিচ্ছেদে (Divorce Cases)। সেই কারণেই দেশের উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। রবিবার RSS-র এক কর্মীসভায় এহেন বিতর্কিত মন্তব্যের জেরে ফের সংবাদ শিরোনামে RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। গোটা ঘটনায় নিন্দার ঝড় নেট দুনিয়ায়।

মোহন ভাগবতের কথায়, "সাম্প্রতিককালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে গিয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় পরিবারে। উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। কারণ মানুষ যত শিক্ষিত হবে এবং তাঁদের প্রভাব প্রতিপত্তি যত বাড়বে, তত ঔদ্ধত্য বাড়বে। আর যার অন্তিম পরিণতি ডিভোর্স। দিনে দিনে বাড়ছে বিবাহবিচ্ছেদের মামলা। ভেঙে যাচ্ছে সমাজও।" আরও পড়ুন: Alcohol Ban in India: দেশজুড়ে মদ-ব্যান করার ডাক দিলেন নীতিশ কুমার 

RSS প্রধানের এহেন মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সকলেই এই মন্তব্যের বিরোধিতা করেছেন। ভাগবতের মন্তব্যের তীব্র সমালোচনা করে টুইট করেন সোনাম কাপুর। তিনি টুইটে লিখেছেন, "কে এমন মন্তব্য করেছেন? নিশ্চয়ই তিনি কোনও পাগল লোক। এই ধরণের মন্তব্য ভীষণ বোকা বোকা এবং পশ্চাদমুখীও।"