ED Summons Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় ২১ জুলাই সোনিয়া গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নতুন করে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ২১ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। প্রথমে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। এরপর ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছিল ইডি। যদিও কোভিড সংক্রান্ত জটিলতার জেরে সেবারও হাজিরা এড়িয়ে যান সোনিয়া।

Sonia Gandhi (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১১ জুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নতুন করে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ২১ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। প্রথমে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। এরপর ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছিল ইডি। যদিও কোভিড সংক্রান্ত জটিলতার জেরে সেবারও হাজিরা এড়িয়ে যান সোনিয়া।

পরে হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠান সোনিয়া। সেই আবেদন মঞ্জুর করে ইডি। ইডি-র সূত্র জানিয়েছে যে রাহুল গান্ধীকে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল, একই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাঁর মা কেও। ইয়ং ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (AJL) মধ্যে চুক্তিতে তাঁর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সোনিয়াকে। আরও পড়ুন: Delhi: পুলিশ কনস্টেবলের থাপ্পড়ে নাবালকের নাক থেকে ঝড়ল রক্ত, ভিডিও ঘিরে রাজধানীতে শোরগোল

ইডি-র মতে, পুরো চুক্তিতে গান্ধীরা প্রধান সুবিধাভোগী। এর আগে পবন বনসল এবং মল্লিকার্জুন খাড়গেকে জেরা করেছিল ইডি।