Jharkhand: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গীর বাড়িতে ইডির হানা, উদ্ধার ২টি A K 47

রিপোর্টে প্রকাশ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠর বাড়ি থেকে যে দুটি এ কে ৪৭ উদ্ধার করা হয়েছে, তা আলমারিতে লুকনো ছিল। যেখান থেকে এ কে ৪৭ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটি প্রেম প্রকাশ নামে এক ব্যক্তির।

A K 47 (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৪ অগাস্ট: ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গীর বাড়িতে হানা দিল ইডি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠর বাড়িতে হানা দিয়ে সেখান থেকে দুটি এ কে ৪৭ উদ্ধার করা হয়েছে। অবৈধ কয়লা খনি মামলায় বুধবার ঝাড়খণ্ডের একাধিক জায়গায় হানা দেয় অনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার জেরে চাঞ্চল্য ছড়ালে মুখ্যমন্ত্রীর এক সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় দুটি এ কে ৪৭।

রিপোর্টে প্রকাশ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠর বাড়ি থেকে যে দুটি এ কে ৪৭ উদ্ধার করা হয়েছে, তা আলমারিতে লুকনো ছিল। যেখান থেকে এ কে ৪৭ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটি প্রেম প্রকাশ নামে এক ব্যক্তির। প্রসঙ্গত তলতি বছরের ২২ মে ইডি প্রেম প্রকাশ নামে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে। রিয়েল স্টেটর ব্যবসায়ী প্রেম প্রকাশ অবৈধ কয়লা খনি মামলায় যুক্ত বলে অভিযোগ।

আরও পড়ুন: Land-For-Jobs Scam: 'সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি', চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলায় তোপ রাবড়ির

বিহারের সাসারামে বাড়ি প্রেম প্রকাশের। বর্তমানে তাঁর সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে খবর।