Earthquake In Delhi: বর্ষবরণের রাতেই ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ বিস্তীর্ণ এলাকা
ইংরেজি নববর্ষের রাতে বিশ্বজুড়ে যখন আনন্দ উপভোগে ব্যস্ত রয়েছে মানুষ। ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা।
নয়াদিল্লি: ইংরেজি নববর্ষের রাতে বিশ্বজুড়ে যখন আনন্দ উপভোগে ব্যস্ত রয়েছে মানুষ। ঠিক তখনই ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি (India's capital Delhi) ও তার সংলগ্ন এলাকা (surrounding areas)। আচমকা এই ধরনের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দাদের মনে। যদিও এখনও পর্যন্ত এর ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: WhatsApp Apologies: কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারির ফল! বিকৃত ভারতীয় মানচিত্র সরিয়ে ক্ষমা চাইল WhatsApp
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা ১৯ মিনিটে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও তার সংলগ্ন এলাকাগুলি। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৮। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল (epicentre) ছিল হরিয়ানার (Haryana) ঝাঝার (Jhajjar) এলাকার পাঁচ কিলোমিটার মাটির ভেতরে। আরও পড়ুন: Delhi Police Special Cell: দিল্লি পুলিশের বড় সাফল্য, ধৃত আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের ২ সদস্য