Dr Manmohan Singh Dies: BMW নয়, মারুতি ৮০০ এর সঙ্গে আত্মিক টান ছিল মনমোহনের, স্মৃতি হাতড়ালেন প্রাক্তন পুলিশ আধিকারিক

প্রাক্তন এসপিজি আধিকারিক আধিকারিক আরও জানান, মনমোহন সিং যখন ২০০৪ সালে প্রধানমন্ত্রী হন, সেই সময় তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রায় ৩ বছর প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তিনি।

Manmohan Singh (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Dr Manmohan Singh Dies) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। মনমোহন সিংয়ের মৃত্যুর পর স্মৃতিচারণ রলেন প্রাক্তন পুলিশ আধিকারিক অসীম অরুণ। স্পেশাল প্রোটেকশন গ্রুপের আধিকারিক অসীম অরুণ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে জানান, মনমোহন সিং মারুতি ৮০০-এ বেশি স্বাচ্ছ্বন্দ ছিলেন। তিনি বিএমডব্লিউ সেভাবে পছন্দ করতেন না। মারুতি ৮০০-এর সঙ্গে মনমোহন সিংয়ের এক অদ্ভুদ টান ছিল বলে জানান অসীম অরুণ। মনমোহন সিংয়ের একটি মাত্র গাড়ি ছিল। আর সেটি মারুতি ৮০০। যে গাড়ির সঙ্গে মনমোহন সিংয়ের আত্মিক টান ছিল বলেও জানান অসীম অরুণ।

আরও পড়ুন: Dr Manmohan Singh Dies: মনমোহন সিংয়ের প্রয়াণে বড় সিদ্ধান্ত, শনিবার শেষকৃত্য প্রাক্তন প্রধানমন্ত্রীর

প্রাক্তন এসপিজি আধিকারিক আধিকারিক আরও জানান, মনমোহন সিং যখন ২০০৪ সালে প্রধানমন্ত্রী হন, সেই সময় তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রায় ৩ বছর প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তিনি। ওই সময়ই তিনি জানতে পারেন, মারুতি ৮০০-এর প্রতি গভীর টান ছিল মনমোহন সিংয়ের।

বর্তমানে উত্তরপ্রদেশে কনৌজ সদরের বিধায়ক হলেন অসীম অরুণ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে এবার সেই পুরনো স্মৃতি হাতড়ে কার্যত আবেগপ্লুত হয়ে পড়েন অসীম অরুণ।