Donald Trump's India Visit Schedule: মাত্র ৩৬ ঘণ্টা ভারতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, দেখে নিন মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি
পরের সপ্তাহের সোমবারই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। কিন্তু এদেশে তাঁর প্রথম সরকারি সফরে মাত্র ৩৬ ঘণ্টা থাকবেন ট্রাম্প। তারমধ্যে মার্কিন প্রেসিডেন্টকে ভারতের সংস্কৃতির স্বাদ দিতে তাঁর জন্য একেবারে আঁটসাঁট সফরসূচি তৈরি করেছে নয়াদিল্লি (New Delhi)। ওইদিন সস্ত্রীক ট্রাম্পকে সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে (Sardar Ballav Vai Patel) স্বাগত জানাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে গোটা শহরকে।
নতুন দিল্লি, ২১ ডিসেম্বর: পরের সপ্তাহের সোমবারই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। কিন্তু এদেশে তাঁর প্রথম সরকারি সফরে মাত্র ৩৬ ঘণ্টা থাকবেন ট্রাম্প। তারমধ্যে মার্কিন প্রেসিডেন্টকে ভারতের সংস্কৃতির স্বাদ দিতে তাঁর জন্য একেবারে আঁটসাঁট সফরসূচি তৈরি করেছে নয়াদিল্লি (New Delhi)। ওইদিন সস্ত্রীক ট্রাম্পকে সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে (Sardar Ballav Vai Patel) স্বাগত জানাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে গোটা শহরকে।
এক নজরে দেখে নেওয়া যাক এ দেশে মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি-
- সড়কপথে ২২ কিমি পথ পেরোবেন ট্রাম্পেরা। পথের দুপাশে ৫০,০০০-এরও বেশি মানুষ ট্রাম্পকে স্বাগত জানাবেন। আহমেদাবাদে (Ahmedabad) যে তিন ঘণ্টা থাকবেন ট্রাম্প, তার জন্য ৮০-৮৫ কোটি টাকা খরচ করেছে প্রশাসন। সবরমতী আশ্রমে সামান্য সময়ের জন্য দাঁড়াবে ট্রাম্পের কনভয়। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি চরকা এবং মহাত্মার জীবনের ওপর বই তুলে দেওয়া হবে। আশ্রম থেকে মার্কিন প্রেসিডেন্ট ও মোদী রওনা দেবেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের দিকে। সেখানে 'কেম ছো ট্রাম্প' অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অংশের সংস্কৃতি তুলে ধরা হবে। উপস্থিত থাকবেন ১.২৫ লক্ষ মানুষ। আলো, ফুলের মালা ও নানা ছবিতে সাজিয়ে তোলা হয়েছে এই স্টেডিয়াম।
- আমেদাবাদ থেকে রওয়া দেওয়ার আগে সস্ত্রীক ট্রাম্পের জন্য অফিসিয়াল লাঞ্চের ব্যবস্থা করেছে মোদী সরকার। ভারতীয় খাবারের স্বাদের সঙ্গে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পরিচয় ঘটানো হবে। লাঞ্চের পরই সপরিবারে ট্রাম্প আকাশপথে পৌঁছে যাবেন আগ্রা (Agra)। তাজমহলে কিছুটা সময় কাটাবেন তাঁরা। ট্রাম্পের জন্য় ৯০০ কিউসেক জল ছেড়ে কিছুটা হাল শোধরানোর চেষ্টা করা হয়েছে দূষিত যমুনা নদীর। আরও পড়ুন: Ivanka Trump: ভারত সফরে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি দলে থাকছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, কেন জানেন?
- আগ্রা থেকে রাতেই দিল্লি ফিরে আইটিসি মৌর্য্য হোটেলে রাত কাটাবেন ট্রাম্প।
- পরের দিন মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে সাক্ষাত্ করবেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ একটি ব্যাংকোয়েটের আয়োজন করবেন।
- রাষ্ট্রপতি ভবন যাওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন ট্রাম্প। রাজঘাটে একটি গাছের চারাও পুঁতবেন তিনি।
- হায়দরাবাদ হাউসেও যাওয়ার কথা আছে ডোনাল্ড ট্রাম্পের। সেখানে মোদী ও ট্রাম্প দুই দেশের বর্তমান ও ভবিষ্যত্ সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এই সময় মেলানিয়া ট্রাম্প দিল্লির একটি স্কুলে যাবেন।
- এরপরে ভারতে মার্কিন দূতাবাসে দেশের শিল্পপতিদের সঙ্গে সাক্ষাত্ করবেন ডোনাল্ড ট্রাম্প।
- বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী, রাত দশটা নাগাদ এয়ার ফোর্স ওয়ানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাম্প ও তাঁর পুরো দল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)