Dinesh Trivedi Joins BJP: বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। কয়েকদিন আগেই তিনি তৃণমূলের রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেন। সংসদের মধ্যেই রাজ্যে হিংসা ও অন্য বিষয় তুলে ধরেন তিনি। যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল।

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী (Photo: ANI)

নতুন দিল্লি, ৬ মার্চ: বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)।দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁকে যোগদান করান জেপি নাড্ডা। কয়েকদিন আগেই তিনি তৃণমূলের রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেন। সংসদের মধ্যেই রাজ্যে হিংসা ও অন্য বিষয় তুলে ধরেন তিনি। যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল।

জেপি নাড্ডা বলেন, দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিবিদ। এতদিন উনি ভুল দলে ছিলেন। আজ উনি যোগ দিলেন সঠিক দলে। এতদিন একজন ভালো লোক ছিলেন খারাপ দলে। নির্বাচনে দীনেশজিকে কাজে লাগানো হবে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ১৮,৩২৭ জন, মৃত্যু ১০৮ জনের

দীনেশ ত্রিবেদী বলেন, আমি আজকের জন্য অপেক্ষা করছিলাম। শুধু ধন্যবাদ জানানো যথেষ্ট হবে না। জনতার সেবা করতেই বিজেপিতে এসেছি। একটা পরিবার হয় রাজনীতির পরিবার। আরেকটা হয় জনতার পরিবার। একটা দলে পরিবারের সেবা হয়, জনতার সেবা হয় না। আজ আমাদের দেশ এগিয়ে চলেছে, সেটা সারা বিশ্ব দেখছে। বাংলায় আসল পরিবর্তন হতে চলেছে। ভাবনা হল সোনার বাংলা।