Diesel Price in Delhi Cut by Rs 8.36 Per Litre: ডিজেলের দাম এক ধাক্কায় ৮ টাকার বেশি কমছে!
দিল্লিতে (Delhi) ডিজেলের দাম (Diesel Price in Delhi Cut by Rs 8.36 Per Litre) এক ধাক্কায় ৮ টাকার বেশি কমছে। কারণ, দিল্লির আম আদমি পার্টির সরকার ডিজেলের ওপর ভ্যাট (VAT) কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লির মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ভ্যাট কমানোর কথা ঘোষণা করেন। আজ পর্যন্ত দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮১.৯৪ টাকা। দিল্লির মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ডিজেলের ওপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৬.৭৫ শতাংশ করার। এর ফলে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হবে ৭৩.৬৪ টাকা।
নতুন দিল্লি, ৩০ জুলাই: দিল্লিতে (Delhi) ডিজেলের দাম (Diesel Price in Delhi Cut by Rs 8.36 Per Litre) এক ধাক্কায় ৮ টাকার বেশি কমছে। কারণ, দিল্লির আম আদমি পার্টির সরকার ডিজেলের ওপর ভ্যাট (VAT) কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লির মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ভ্যাট কমানোর কথা ঘোষণা করেন। আজ পর্যন্ত দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮১.৯৪ টাকা। দিল্লির মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ডিজেলের ওপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৬.৭৫ শতাংশ করার। এর ফলে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হবে ৭৩.৬৪ টাকা।
গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে। পরিস্থিতি এমন যে প্রথমবারের মতো দিল্লিসহ বেশ কয়েকটি জায়গায় পেট্রলের তুলনায় ডিজেলের দাম বেশি হয়ে যায়। আরও পড়ুন : UP BJP MLA Protest Against Police: পুলিশকে বর্ণবিদ্বেষী আখ্যা দিয়ে রাতভর থানায় বিক্ষোভ যোগীর রাজ্যের বিজেপি নেতার
দিল্লিতে পেট্রলের বর্তমান দাম প্রতি লিটার ৮০.৪ টাকা। যা ডিজেলের তুলনায় প্রায় দেড় টাকা কম। ২০২০ সালের ১ জুন দিল্লিতে ডিজেলের দাম ছিল ৬৯ টাকা প্রতি লিটার মাসের শেষে সেই দাম বেড়ে বেড়ে হয় ৮০ টাকা। ওই মাসে দিল্লিতে মোট ২৩ বার দাম বাড়ে পেট্রপণ্যের। দামের কারণে দিল্লিতে ডিজিলের বিক্রি ৬৪ শতাংশ কমে যায় জুন মাসে। যার কারণে দিল্লি সরকারের আর্থিক ক্ষতি হয়।