Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Airline Guidelines: বিমান সংস্থাগুলিকে মাঝের আসন খালি রাখার নির্দেশ, সম্ভব না হলে যাত্রীকে 'র‌্যাপ অ্যারাউন্ড গাউন' দেওয়ার পরামর্শ ডিজিসিএর | 🇮🇳 LatestLY

Airline Guidelines: বিমান সংস্থাগুলিকে মাঝের আসন খালি রাখার নির্দেশ, সম্ভব না হলে যাত্রীকে 'র‌্যাপ অ্যারাউন্ড গাউন' দেওয়ার পরামর্শ ডিজিসিএর

বিমান যাত্রায় করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপক। তাই যাত্রীদের সুরক্ষা নিয়ে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে বিমান সংস্থাগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন (ডিজিএসিএ) ডিরেক্টর জেনারেল। ডিজিসিএ জানান, বিমান যাত্রীরা মালপত্র এবং আসন ক্ষমতা পূর্ণ হলে মাঝের আসনটি যাতে খালি রাখা যায় এমনভাবে আসন ব্যবস্থা করতে হবে। আর বিমানের সব আসন পূর্ণ

বিমান Representative Image. (Photo Credits: Pxfuel)

নতুন দিল্লি, ১ জুন: বিমান  (Airlines) যাত্রায় করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপক। তাই যাত্রীদের সুরক্ষা নিয়ে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে বিমান সংস্থাগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন (ডিজিএসিএ) ডিরেক্টর জেনারেল (DGCA Director General)। ডিজিসিএ জানান, বিমান যাত্রীরা মালপত্র এবং আসন ক্ষমতা পূর্ণ হলে মাঝের আসনটি যাতে খালি রাখা যায় এমনভাবে আসন ব্যবস্থা করতে হবে। আর বিমানের সব আসন পূর্ণ হয়ে গেলে মাঝের আসনে যাত্রীকে বসানো যেতে পারে। কিন্তু তার জন্যও মানতে হবে বিশেষ নিয়ম।

ডিসিজিএ-র ডিরেক্টর জেনারেল জানান, মাঝের আসনের যাত্রীটিকে 'র‌্যাপ অ্যারাউন্ড গাউন'-র (Wrap around Gown) মতো প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে হবে বিমান সংস্থাকে। তবে, একসঙ্গে যাত্রা করা কোনও পরিবারকে মাঝের আসন বরাদ্দ করা যেতে পারে। তিনি আরও বলেছেন, তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, ফেস শিল্ড এবং স্যানিটাইজার-সহ যাত্রীদের নিরাপত্তা কিট সরবরাহ করা হবে।

আরও পড়ুন, করোনাত্রস্ত মুম্বইকে বাঁচাতে কেরালা থেকে আসছে ১০০-রও বেশি চিকিৎসক-নার্সের দল

বিমানে কোনও খাবার পরিবেশন করা হবে না না। শুধুমাত্র জলের বোতল দেওয়া হবে। বিমান সংস্থাগুলি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি এমনভাবে প্রতিস্থাপন করবে যাতে স্বল্পতম ব্যবধানে বায়ু চলাচল করে। গত মাসে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব মানতে বিমানের মাঝের আসন খালি রাখা কোনও কার্যকর বিকল্প নয়।