Dense Fog Blankets In Delhi: ঠান্ডায় জবুথবু রাজধানী, কুয়াশার কারণে কলকাতা ও দিল্লি বিমানবন্দর থেকে বাতিল একাধিক বিমান

ঘন কুয়াশার (Fog) কারণে দিল্লিতে (Delhi) ব্যাহত রেল ও বিমান পরিষেবা। দিল্লিতে কুয়াশার জেরে দেরিতে চলছে অন্তত ১০০টি ট্রেন (Train)। ৮০০টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করেছে বলে জানা গেছে। ৪৬টি বিমানকে (Flights) ঘুরিয়ে দেওয়া হয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণেই দিল্লিতে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিমানবন্দরের রানওয়েতে ঘন কুয়াশার দাপট, রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ার বিপত্তি বেড়েছে। একই দুর্ভোগ কলকাতাতেও (Kolkata)। রানওয়েতে কুয়াশার জেরে দৃশ্যমানত কম হয়ে বিপত্তি। কলকাতা শনিবার একাধিক বিমান বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সব মিলিয়ে মোট ৬টি বিমান আজ বাতিল হয়েছে। শুধু কলকাতাই নয়। শনিবার সকাল থেকে কুয়াশার দাপট দেখা যায় দুই পরগনা, হাওড়া, হুগলির বেশ কয়েকটি অংশে।

দিল্লিতে কুয়াশা (Photo: Facebook)

নতুন দিল্লি, ২১ ডিসেম্বর: ঘন কুয়াশার (Fog) কারণে দিল্লিতে (Delhi) ব্যাহত রেল ও বিমান পরিষেবা। দিল্লিতে কুয়াশার জেরে দেরিতে চলছে অন্তত ১০০টি ট্রেন (Train)। ৮০০টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করেছে বলে জানা গেছে। ৪৬টি বিমানকে (Flights) ঘুরিয়ে দেওয়া হয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণেই দিল্লিতে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিমানবন্দরের রানওয়েতে ঘন কুয়াশার দাপট, রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ার বিপত্তি বেড়েছে। একই দুর্ভোগ কলকাতাতেও (Kolkata)। রানওয়েতে কুয়াশার জেরে দৃশ্যমানত কম হয়ে বিপত্তি। কলকাতা শনিবার একাধিক বিমান বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সব মিলিয়ে মোট ৬টি বিমান আজ বাতিল হয়েছে। শুধু কলকাতাই নয়। শনিবার সকাল থেকে কুয়াশার দাপট দেখা যায় দুই পরগনা, হাওড়া, হুগলির বেশ কয়েকটি অংশে।

একনজরে কোন কোন বিমান বাতিল হয়েছে:

বিমান নং 6E 2489, কলকাতা থেকে দিল্লি এসটিডি - ০৮:৩০। 6E 6154 কলকাতা থেকে জয়পুর এসটিডি -০৮: ২৫। 6E 854, কলকাতা থেকে দিল্লি এসটিডি -০৮: ৪৫। 6E 202, কলকাতা থেকে আমেদাবাদ, এসটিডি - ১২: ৫০। 6E 6156, কলকাতা থেকে লখনউ, এসটিডি -১৫: ১৫। 6E 6326, কলকাতা থেকে মায়ানমার, এসটিডি -১৬: ২৫। আরও পড়ুন:  West Bengal Weather Update: ডিসেম্বরের শহরে জাঁকিয়ে শীত, এখনও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায়

এবছরও দিল্লিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু দিল্লিবাসী। ঠান্ডার সঙ্গেই রাজধানীর আকাশে ঘন কুয়াশার চাদর। পাল্লা দিয়ে পরিস্থিতি সঙ্গীন করে তুলছে বায়ুদূষণ। রাজধানী দিল্লির বাতাসের গুণগত মানের সূচক এখন ‘বিপজ্জনক পরিস্থিতি’-র স্তরে। বায়ুদূষণের পাশাপাশি এবার কুয়াশার দাপটে জেরবার দিল্লিবাসী। দিল্লির পালাম এলাকায় শনিবার সকালে দৃশমানতা ৩০০ মিটারেরও কম ছিল। কাছ থেকেও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। এমনকী শনিবার সকালে গাড়ির আলো জ্বেলেও যেতে দেখা গিয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। কুয়াশার জেরে ১০০টির কাছাকাছি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে রাজধানীতে শীত আরও বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। একইসঙ্গে দূষণ বাড়ারও আশঙ্কা তৈরি হয়েছে। কুয়াশার দাপট শুধু দিল্লিতেই নয়। দিল্লি-সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহার, অসম ও মেঘালয়ের বিভিন্ন জায়গাতেও শনিবার সকালে কুয়াশার দাপট লক্ষ করা গিয়েছে।