Manish Sisodia Attacks PM Modi: মোদিজি যতই ষড়যন্ত্র করুন কিছুই করতে পারবেন না, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন মণীশ সিসোদিয়া

শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডির করা আফগারি মামলায় রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।

Photo Credits: ANI & FB

নয়াদিল্লি: শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট (Delhi's Rouse Avenue Court) ইডির (ED) করা আফগারি মামলায় (excise policy case) রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী (former Delhi Deputy CM) ও আপ নেতা (AAP leader) মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিচারবিভাগীয় হেফাজতের (judicial custody) মেয়াদ ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।

আদালত থেকে বেরোনোর সময় এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) তীব্র আক্রমণ করেন মণীশ সিসোদিয়া।

এপ্রসঙ্গে তিনি বলেন, "মোদিজির যত খুশি চেষ্টা করুন, কিন্তু, তিনি দিল্লিতে কেজরিওয়ালজির কাজ আটকাতে পারবেন না। তা মোদিজি যতই ষড়যন্ত্র (conspire) করুন না কেন কিছুই হবে না।" আরও পড়ুন: Uttar Pradesh: মাফিয়ারাজ শেষ হয়েছে উত্তরপ্রদেশে, মুখতার আনসারির সাজার পর বলছেন মৃত বিজেপি বিধায়কের স্ত্রী

দেখুন ভিডিয়ো: