Delhi's PWD Minister Atishi: জলমগ্ন দিল্লির হাল দেখতে বেরিয়েছেন কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য অতীশি, দেখুন ভিডিয়ো
প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন অঞ্চল। এর ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল।
নয়াদিল্লি: প্রবল বৃষ্টির (Heavy rain) জেরে জলমগ্ন (waterlogged) হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির (Delhi) বিভিন্ন অঞ্চল। এর ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। রবিবার বিকেলে পরিস্থিতি নিজে চোখে খতিয়ে দেখতে দিল্লির আইটিও (ITO) এলাকায় পায়ে হেঁটে ঘুরলেন দিল্লির পিডব্লিউডি দফতরের মন্ত্রী অতীশি (Public Works Department Minister Atishi)। যার ভিডিয়ো পোস্ট হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। আরও পড়ুন: Sanjay Raut On Maharashtra Political Crisis: মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য
দেখুন ভিডিয়ো:
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীশি বলেন, "গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি (rainfall) হয়েছে দিল্লিতে (Delhi)। যা ৪০ বছরের রেকর্ড (record) ভেঙে (broken) দিয়েছে। এখন আমরা ১৫০ মিলিমিটার বৃষ্টির মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা (arrangements) নিয়েছে। সমস্ত মন্ত্রীরাই (ministers) সকাল থেকে রাস্তায় নেমে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | "In the last 24 hours, there was a rainfall of more than 150 mm. 40 years record has been broken...now we're doing all the necessary arrangements for 150 mm rainfall...all the ministers are on field since morning...": PWD Minister Atishi https://t.co/N8hqCNR2lv pic.twitter.com/PK9mt76e8X
— ANI (@ANI) July 9, 2023