Delhi Violence: উস্কানিমূলক মন্তব্য করা নেতাদের বিরুদ্ধে এখনই FIR নয়, হাইকোর্টে বলল দিল্লি পুলিশ

উস্কানিমূলক মন্তব্য করা নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করা সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশ (Delhi police) ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট ( Delhi High Court)। এ দিন আদালতের কাছে এ ব্যাপারে সময় চেয়ে নেয় দিল্লি পুলিশ। হেট স্পিচ পরীক্ষা করে দেখে জবাব দেওয়ার জন্য পুলিশকে চার সপ্তাহ সময় দেয় আদালত। এই মামলায় কেন্দ্রীয় সরকারকে পার্টি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

দিল্লি হাইকোর্ট | (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: উস্কানিমূলক মন্তব্য করা নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করা সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশ (Delhi police) ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট ( Delhi High Court)। এ দিন আদালতের কাছে এ ব্যাপারে সময় চেয়ে নেয় দিল্লি পুলিশ। হেট স্পিচ পরীক্ষা করে দেখে জবাব দেওয়ার জন্য পুলিশকে চার সপ্তাহ সময় দেয় আদালত। এই মামলায় কেন্দ্রীয় সরকারকে পার্টি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

হাইকোর্টের সামনে আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট কলিন গনসালভস ঘৃণ্য বক্তব্য মামলায় দ্রুত এফআইআর করার নির্দেশ দিতে বেঞ্চের কাছে দাবি করেছিলেন। তিনি আদালতের সামনে যুক্তি দেখিয়ে বলেছিলেন যে পুলিশদের অকার্যকরতা নেতাদের আবারও উস্কানিমূলক কথা বলার জন্য উৎসাহিত করবে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে এখনই FIR দায়ের করা সম্ভব নয় বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেনন, তাড়াহুড়ো করে মামলা করায় সমস্যা রয়েছে। এখন মামলা করার সময় নয়। যথাসময়ে FIR দায়ের করা হবে বলে জানিয়ে তিনি দিল্লি হাইকোর্টের থেকে কিছুটা সময় চান। তিনি বলেন, মামলা দায়ের করে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা যাবে না। পুলিশের আইনজীবী বলেন, হিংসায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরও ৪৮টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এরপরই চার সপ্তাহ সময় দেয় আদালত। আরও পড়ুন: Delhi Violence: দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

বুধবারই দিল্লি পুলিশকে একহাত নিয়ে তীব্র ভর্ত্‍‌সনা করেছিল দিল্লি হাইকোর্ট। বিচারপতিরা বলেন, যাঁরা উস্কানিমূলক মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে FIR করার ক্ষেত্রের বিলম্ব হওয়া উচিত না। এ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য দিল্লি পুলিশকে বলে আদালত। দুই বিচারপতির বেঞ্চের এজলাসে চার বিজেপি নেতার মন্তব্যের ভিডিয়ো। এই চার নেতারা হলেন, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় ভার্মা ও প্রবেশ ভার্মা। কেন তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।