Delhi Violence: দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩, নিরাপত্তা আরও জোরদার করা হল মৌজপুর, সিলমপুর, জাফরাবাদ ও বাবারপুরে

উত্তর পূর্ব দিল্লি(North east Delhi) সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ভয়ঙ্কর সংঘর্ষে আহতের সংখ্যা ২০০। আহতরা এখনও পর্যন্ত গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসারত। সিএএ-র সমর্থন ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে সংঘর্ষ বড় আকার নেয়।

দিল্লি পুলিশ (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: উত্তর পূর্ব দিল্লি(North east Delhi) সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ভয়ঙ্কর সংঘর্ষে আহতের সংখ্যা ২০০। আহতরা এখনও পর্যন্ত গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসারত। সিএএ-র সমর্থন ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে সংঘর্ষ বড় আকার নেয়।

বুধবার দিল্লির উত্তর পূর্বাংশের বেশকিছু এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল। সেসব জায়গাতেই টহল দিল দিল্লি পুলিশ। সংঘর্ষ প্রবণ এলাকা পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গতকালি দিল্লি পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে জড়িত সন্দেহে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮টি এফআইআর দায়ের হয়েছে। আরও পড়ুন, বিচারপতি মুরলীধরের রাতারাতি বদলি দুঃখজনক ও লজ্জার, টুইটে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

টায়ার জ্বালিয়ে, স্কুল-কলেজ, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। গুলিতে মারা যান অনেকে। মারা যান পুলিশ ইন্সপেক্টর রতন লাল। চাঁদবাগে আইবি কর্মী অংকিত শর্মার দেহ উদ্ধার হয় নালা থেকে। আধাসামরিক বাহিনীর ওপর অ্যাসিড ছোড়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে। দিল্লির অনেকটা অংশজুড়ে রণক্ষেত্র আকার নেয়। ধবার বারবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় শান্তি সৌভাতৃত্ব বজায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতা। আমি দিল্লির ভাইবোনদের শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার আবেদন করছি। সবকিছুর আগে দিল্লিকে এখন শান্ত হতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে।”



@endif